আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

“পর্দা না করলে সংসার করা সম্ভব নয়”স্ত্রীকে এমন কথা বলা সম্পর্কে।

( ফতোয়া ও মাস‘আলা-মাসায়েল : পোস্ট কোড: 18356 )

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: “পর্দা না করলে সংসার করা সম্ভব নয়”স্ত্রীকে এমন কথা বলা সম্পর্কে।
প্রশ্ন:পর্দা না করলে সংসার করা সম্ভব নয় বলছিলাম।তারপর অনেক কিছুর পর পর্দা করবে বলে কথা দেয়।কিছুদিন পরে ইচ্ছা করে পর্দা ভঙ্গ করে।চিল্লাচিল্লি করার পরে এখন আবার পর্দা ঠিকমতো করবে বলে।কিন্তু এখন হঠাৎ করে ভয় লাগতেছে আমি যে পর্দা না করলে সংসার করা সম্ভব নয় বলেছি এটার কারণে কি কোন সমস্যা হবে কিনা সন্দেহ হচ্ছে ।আর নিয়তে কি ছিল অনেক চেষ্টা করার পরও মনে আনতে পারতেছিনা । হয়তো সংসার করবো না এমন চিন্তা ছিল।বাকিটা আল্লাহ ভালো জানেন। নয়তো ভয় লাগানোর জন্য বলছিলাম।এটার একটা সমাধান দিলে ভালো হয়।
নিবেদক
মুহা.রাহাত
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: না,প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কথা”পর্দা না করলে সংসার করা সম্ভব নয়” এ কথা বলার কারনে বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হয়নি। আর যে নিয়তের বিষয় মনে নেই সেটার কারণে কোন তালাক কার্যকর হয় না।তাই এ নিয়ে সন্দেহের কোন কারণ নেই।

الاحالة الشرعية على المطلوب-
في”الدرالمختار”(٤/٤١٢) هو رفع قيد النكاح في الحال بالبائن أو المال بالرجعي بلفظ مخصوص هو ما اشتمل على الطلاق
وفي”الهندية”(١/٤١٥) فهو رفع قيد النكاح حالا أو مآلا بلفظ مخصوص كذا في”البحر الرائق
وفي”فتاوي دارالعلوم ديوبند”(١٠-١١/٤٣) سوأل: اگر کوئی شخص اپنی زوجہ کو یہ کلمہ کہے کہ اگر تو نے فلاں کام کیا تو تجھ کو طلاق دے دوں گا اگر عورت گلطی سے وہ کام کرے اور مرد عورت پر کلمہ مذکور کا استعمال نہ کرے تو پہلے ہی کلمہ سے کیا عورت پر طلاق واقع ہو جائے گی یا نہیں ؟
جواب: اگر وہ عورت اس کام کو کرے گی تو اس پر طلاق واقعہ نہ ہوگی البتہ اگر شوہر طلاق دے دے گا تو طلاق واقع ہوگی بدون طلاق دۓ اس پہلے کلمہ سے طلاق واقع نہ ہوگی
وفی”کتاب النوازل”(٩/١٥٨) طلاق کی دھمکی دینے سے طلاق واقعہ نہیں ہوتی..انتهى، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

Fatwa ID: 18356
Scroll to Top