আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

শেয়ার করুন !!

আসসালামু আলাইকুম ওরাহ.। মানুষের জিজ্ঞাসা অনন্ত এবং কৌতূহলও অসীম। তার এই অনন্ত জিজ্ঞাসা, অন্তহীন জ্ঞান ধরে রাখে বই বা পুস্তক। পাঠাগার হচ্ছে পুস্তকের শ্রেণিবদ্ধ সংগ্রহ। আর বই সংগৃহীত থাকে পাঠাগারে। পাঠাগার হলো সাহিত্য, ইতিহাস, ধর্ম, দর্শন, বিজ্ঞান ইত্যাদির এক বিশাল সংগ্রহশালা। যা আরবী ভাষায় ”দারুল মুতালাআ” নামে অবিহিত।

দারুল মুতালাআ’র বৈশিষ্ট্য:

জামিয়ার ”দারুল মুতালাআ” (পাঠাগার)-এর বৈশিষ্ট্যগুলো একজন পাঠকের জন্য জ্ঞান আহরণে সীমাহীন তৃপ্তি বয়ে আনবে ইনশা-আল্লাহ! এখানে রয়েছে আরবী, বাংলা, উর্দু ও ফার্সি ভাষায় রচিত বিভিন্ন কিতাব এবং জামিয়ার পাঠ্যক্রমের সকল বিতাব বা পুস্তক পাঠাগারে বিদ্যমান। পাঠ্যক্রমের বাহিরেও রয়েছে দুই হাজারেরও অধিক কিবাব যার সংখ্যা নিয়মিত বৃদ্ধি পাবে ইনশা-আল্লাহ।

দারুল মুতালা'আ-চলমান প্রকল্প

চলমান প্রকল্প  আপনার দানের হাত বাড়িয়েদেন!!
প্রকল্প নামঃ দারুল মুতালা’আ
প্রকল্প বাজেটঃ ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যঃ


শেয়ার করুন !!
Scroll to Top