আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

কায়েদা তাসহীলুল কুরআন

’ কায়েদা তাসহীলুল কুরআন’-এর ২য় সংস্করণ। প্রতিবছর ’ কায়েদা তাসহীলুল কুরআন’ সংস্বকরণ করা হবে ইনশা-আল্লাহ্। 
বইটির পাঠককে তাঁর মূল্যবান মান্তব্য পেশ করার অনুরোধ করছি। মতামত পেশ করুন..

প্রাপ্তিস্থান
ইত্তেফাকুল মাদারিস আল আরাবিয়া আল কাওমীয়া বাংলাদেশ
আঞ্চলিক শিক্ষা বোর্ড-অফিস
আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়া-পোরশা, নওগাঁ

এছাড়াও
পোরশা উপজেলার বিভিন্ন মাকতাবা গুলোতে পাওয়া যাবে।

হাদিয়া মূল্য
আঞ্চলিক শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত খুচরা হাদিয়া মূল্য ১৫ টাকা এবং পাইকারী মূল্য ১২ টাকা। পাইকারী মূল্য নির্ধারিত হয় ১০০ কপি বইয়ে। 

কায়েদা-২য় সংস্করণ

শাইখুল হাদীস ও মুহতামিম সাহেব হযরত মাও: আব্দুল্লাহ্ শাহ্ চৌধুরী দা.বা.
দু’আ ও অভিমত

نحمده ونصلى على رسوله الكريم اما بعد
আজ বাংলাদেশে ৯৫% লোক মুসলমান, কিন্তু বড় দুঃখের সহিত বলতে হয় প্রায় ৯০% মুসলমান বিশুদ্ধভাবে মহান আল্লাহর কালাম কুরআনুল কারীম পড়তে সক্ষম নয়। সুতরাং তাদের নামাযের কি অবস্থা হবে একটু চিন্তা করলেই বুঝা যায়। অথচ নামাযে কেরাত ও সূরা বিশুদ্ধভাবে না পড়তে পারলে নামাযই হয় না। অতএব, এ চিন্তাকে সামনে রেখে হযরত মাওলানা বেলায়েত সাহেব (রহ.) সারাদেশে নূরানী প্রশিক্ষণ ব্যবস্থাপনা প্রত্যন্তস্থানে স্থাপন করে গিয়েছেন।

সে সুবাদে “ইত্তেফাকুল মাদারিস আল আরাবিয়া বাংলাদেশ” বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তা আমি সাধু বাত জানাই এবং দোয়া করি আল্লাহ তায়ালা তাদের এ ক্ষুদ্র প্রয়াসকে কবুল করেন। উক্ত পরিকল্পনার অংশ হিসাবে উক্ত “তাসহীলুল কুরআন” কায়েদা সংকলন, যাতে আমাদের উত্তরবঙ্গের প্রতিটি মাদ্রাসাগুলোর লেখা-পড়া এক ও অভিন্নভাবে পাঠদান পদ্ধতি চালু করতে সক্ষম হয় ও যাতে তিলাওয়াতে কুরআন বিশুদ্ধাতার সহিত সহজভাবে পড়তে ও পড়াতে সক্ষম হয় । পরিশেষে আল্লাহ তা’য়ালার কাছে উক্ত কায়েদাটির বহুল প্রচার-প্রসার কামনা করছি।

আহ্কার আব্দুল্লাহ্ শাহ্ চৌধুরী
সভাপতি
ইত্তেফাকুল মাদারিস আল আরাবিয়া আল কাওমীয়া
পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

এর শিক্ষা সচিব মুফতি ও মুহাদ্দিস মাওলানা মো: মুস্তাফিজুর রহমান সাহেব কাসেমী দা.বা. এর-
বাণী ও অভিমত

الحمد لوليه والصلوة لنبيه واله اجمعين اما بعد
অত্যন্ত আনন্দের সাথে ব্যক্ত করছি যে, আমি অনেকদিন থেকেই আমাদের অত্র এলাকার জন্যে ভাবছিলাম যে, প্রতিটি মাদরাসাগুলোর ছাত্র ও শিক্ষকের মাঝে সুন্দর সহজ বিশুদ্ধ পদ্ধতিতে কুরআনুল কারীমের তেলাওয়াত কীভাবে ছড়িয়ে দেয়া যায়, তার একটা পরিকল্পনা গ্রহণ করা দরকার। এমতাবস্থায় “তাসহীলুল কুরআন” কায়েদাটি আমার হাতে এসে পড়লো।

শুরু হতে শেষ পর্যন্ত আমি দেখেছি। আমার অভিজ্ঞতার আলোকে উক্ত কায়েদাটি শিশুদের আয়ত্ত করলে কেরাত সম্বন্ধে প্রাথমিক জ্ঞান অর্জনের সাথে সাথে কুরআনুল করীম বিশুদ্ধতার সহিত পড়তে সক্ষম হবে । ইনশাআল্লাহ ।আমি উক্ত কায়েদার বহুল প্রচার-প্রসার কামনা করি ও আল্লাহর কাছে দোয়া করি, যারা এ কায়েদাটি সংকলন করেছেন, তাদেরকে ও সকল এলাকার মুসলমানদেরকে এটির মাধ্যমে নাজাত ও হেদায়েতের পথ প্রসারিত করেন ।
আমিন ।

মুস্তাফিজুর রহমান কাসেমী
সম্পাদক
ইত্তেফাকুল মাদারিস আল আরাবিয়া আল কাওমীয়া
পোরশা, নওগাঁ, বাংলাদেশ।

দান করুন (ডোনেশন)​

জামিয়া’র উন্নয়ন মূলক কাজে আপনার দানের হাত বাড়িয়ে দিন ।

Scroll to Top