আব্দুল্লাহ্ শাহ্ চৌধুরী (দা.বা.)এর দু'আ ও নসীহত
نحمده ونصلى على رسوله الكريم اما بعد হে আমার আযীয তুলাবা ! আমি আনন্দিত ও পুলকিত এ কারণে যে, তোমরা উম্মাহর এ ক্রান্তিলগ্নে দ্বীনের বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছ। নিজেদের মেধা, যোগ্যতা, শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে সাধ্যানুযায়ী দ্বীনের প্রচার ও প্রসারের কাজে নিযুক্ত রয়েছ। তবে তোমাদেরকে নিজ নিজ অঙ্গনে আরো দক্ষতার স্বাক্ষর রাখতে হবে । বিশেষ করে যারা দরস্ ও তাদরিসের সঙ্গে যুক্ত রয়েছ, তাদের জন্য প্রতিটি শাস্ত্রের কিতাবের ক্ষেত্রেই মাহারত ও দক্ষতার সাথে তোমাদের মেহনত করতে হবে যাতে কুরআন ও হাদীসের নিগূঢ় ও নিখুঁত তথ্য উদঘাটন করে নিজে বুঝতে ও অপরকে বুঝাতে সক্ষম হও। তৎসঙ্গে ফেরাকে বাতেলার যথাযথ উত্তর ও মুসলিম জনসাধারণকে সঠিক পথে দিক নির্দেশনা দিতে সক্ষম হও। অন্যথা আইয়ামে জাহিলিয়্যাতের কাল আন্ধকারের ঘূর্ণিপাক তোমাদের ও সহজ সরল মুসলিম উম্মাহকে গ্রাস করে, ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দিবে। এমনকি অর্থের লালসা দিয়ে ইসলামী তাহযীব ও তামাদ্দুন থেকে পদচ্যুত করতে সক্ষম হবে। অতএব, তোমাদেরকে বয়ান ও কলম দ্বারা, দরস ও তাদরীস দ্বারা তাদেরকে প্রতিহত ও উৎখাত করতে হবে।