আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

সদকায়ে ফিতরের নিসাব ২০২৪ ইং

শেয়ার করুন !!

এ বছর ২০২৪ ইং মোতাবেক ১৪৪৫ হিজরীতে অত্র এলাকার (পোরশা, নওগাঁ) জন্য সদকায়ে ফিতরের সঠিক পরিমাণ নির্ণয়:
চলতি রমজানে জনপ্রতি সদকাতুল ফিতর সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ২৯৫০ টাকা

সদকায়ে ফিতরের বিবরণ :
عن ابى سعيد الخدرى رضى الله عنه كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقط أو صاعا من زبيب- (رواه البخارى-رقم:1506 ، رواه المسلم، رقم: 985)

অর্থ: হযরত আবু সাঈদ খুদরী রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে এক সা‘ পরিমাণ খাদ্য (ভুট্টা), যব বা খেজুর অথবা এক সা‘ পরিমাণ পনির বা কিসমিস দিয়ে সদকায়ে ফিতর আদায় করতাম।(বুখারী,হাদীস নং- ১৫০৬, মুসলিম, হাদীস নং- ৯৮৫)।

ফিতরার পরিমাণ: খেজুর,কিসমিস, ভুট্টা, পনির এবং যবের ক্ষেত্রে এক সা‘(৩কেজি ২৭০গ্রাম) বা তার সমপরিমাণ টাকা এবং গম বা আটার ক্ষেত্রে অর্ধ সা‘(১ কেজি ৬৩৫ গ্রাম) বা তার সমপরিমাণ টাকা।

নিম্নে টাকার মাধ্যমে ফিতরা আদায়ের সুবিধার্থে প্রচলিত দ্রব্যেও পরিমাণ ও তার মূল্য তালিকা দেয়া হলো।

ক্র.নংপণ্যপরিমাণকেজিতে পরিমাণকেজি প্রতিসর্বমোটআদায়ের সুবিধার্থে
গমঅর্র্ধ সা‘১ কেজি ৬৩৫ গ্রাম40.00 /-65.40 /-৭0.০০ /-
আটাঅর্র্ধ সা‘১ কেজি ৬৩৫ গ্রাম55.00 /-89.92 /-90.00 /-
যবএক সা‘৩ কেজি ২৭০ গ্রাম121.০০ /-395.67 /-400.00 /-
খেজুরএক সা‘৩ কেজি ২৭০ গ্রাম550.০০ /-1798.50 /-1800.00 /-
কিসমিসএক সা‘৩ কেজি ২৭০ গ্রাম750.00 /-2452.50 /-2460.00 /-
পনিরএক সা‘৩ কেজি ২৭০ গ্রাম900.০০ /-2943.00 /-2950.00 /-

বি:দ্র: উল্লিখিত পরিমাণ কেবল নওগাঁ জেলার পোরশা এলাকার জন্য প্রযোজ্য। অন্য জেলার বাজার মূল্য এর চেয়ে কম–বেশি হলে উপযুক্ত পদ্ধতিতে হিসাব করতে হবে।

ফিতরার নিসাব: ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যার মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন ভরি রুপা কিংবা এর সমমূল্য কোন সম্পদ বা টাকা বর্তমান বাজার মূল্য অনুপাতে রুপা প্রতি ভরি 1750 /- টাকা হারে সাড়ে বায়ান্ন তোলার মূল্য ৯১৮৭৫/- টাকা থাকে তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। আর যদি উক্ত মালের উপর পূর্ণ এক বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাতও ওয়াজিব হবে।

উল্লেখ্য যে, যার কাছে শুধুমাত্র স্বর্ণ আছে, তিনি স্বর্ণের নিসাব তথা সাড়ে সাত ভরির মূল্যের অনুপাতে যাকাত আদায় করবেন । আর যার কাছে  স্বর্ণ  এবং রুপা বা টাকা রয়েছে, সে রুপার নিসাবের মূল্য অনুপাতে যাকাত আদায় করবেন ।

সংকলনে  
মুফতী মাও. মুহা: মোস্তাফিজুর রহমান সাহেব (কাসেমী)         
মুফতী মাও: মুহা: ফজলুল হক সাহেব                          

প্রচারে: ফাতওয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ।


শেয়ার করুন !!

উন্নয়ন বিভাগ - জামি'আ

Scroll to Top