আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

PSC, JSC, SSC & HSC পাশ ছাত্রদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি – ২০২৫ ঈ.

PSC, JSC ও SSC পাশ ছাত্রদের জন্য
ভর্তি বিজ্ঞপ্তি – ২০২৫ ঈ.

 এত দ্বারা সকল সদ্য প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় (যে কোনো শ্রেণি) পাশ করা শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, ২০২৫-২০২৬ ইং মোতাবেক ১৪৪৬ শিক্ষাবর্ষে ভর্তি গ্রহণ চলছে।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তির প্রয়োজনীয় কাগজ-পত্র:
১. ১৫ বছর বা তার কম বয়সী ছাত্রদের সঙ্গে অভিভাবককে অবশ্যই আসতে হবে।
২. অনলাইনকৃত জন্ম নিবন্ধন সনদপত্রের কপি ফটোকপি প্রদান করতে হবে।
৩. PSC/ JSC / SSC / HSC পাশের মার্কশিট অথবা সার্টিফিকেট কপি ফটোকপি প্রদান করতে হবে।

ভর্তি ফি সম্পর্কে জানতে কল করুন : 01714114693 নম্বরে

আবশ্যকীয় নীতিমালা:

১. আচার-আচরণ, চলন-বলন, পোশাক-পরিচ্ছদ ইত্যাদিতে সুন্নাতের অনুসরণ করতে হবে। ২. আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে, শরীয়াহ পরিপন্থী কোনো কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না। ৩. জামি‘আর লক্ষ্য-উদ্দেশ্যের পরিপন্থী বা জামি‘আর সুনাম খর্ব হয় এমন কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। ৪. জামি‘আয় অধ্যয়নরত অবস্থায় অন্য কোনো প্রতিষ্ঠান হতে নিবন্ধিতি-অনিবন্ধিত কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা যাবেনা একই সাথে প্রচলিত রাজনীতি বা আইন-শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। ৫. জামি‘আর শিক্ষা বিভাগ, দারুল ইকামা ও অন্যান্য বিভাগের সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে। ৬. জামি‘আর ক্যাম্পাসে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, সাধারণ মোবাইল ফোন সাথে রাখা এবং ব্যবহার করা যাবেনা।

আরজগুজার:
মাও. আব্দুল্লাহ শাহ্
মুহতামীম
আল জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা, নওগাঁ

 

Scroll to Top