জামি‘আয় কেনো যাকাত দিবেন?
✅ ১৩০০+ গরিব ও অসহায় ছাত্রের সম্পূর্ণ ফ্রি খানা ব্যবস্থা:
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জামি‘আয় প্রায় ১৩০০ ছাত্র বিনামূল্যে খাদ্য গ্রহণ করে। তাদের মাসিক খোরাকি বাবদ কোনো ফি নেওয়া হয় না। আপনার যাকাতের মাধ্যমে এসব ছাত্রের খাবারের ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব।
✅ অসহায় ও দরিদ্র ছাত্রদের শিক্ষার সুযোগ:
অনেক গরিব ও এতিম ছাত্র এখানে দ্বীনি শিক্ষালাভ করছে, যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় বহন করা সম্ভব নয়। যাকাতের সাহায্যে তারা বই-খাতা, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পায়।
✅ অভিভাবকহীন ছাত্রদের আশ্রয় ও যত্ন:
বহু এতিম ও নিঃসহায় ছাত্র এখানে বসবাস করে, যাদের দেখভালের কেউ নেই। জামি‘আ তাদের জন্য থাকা, খাওয়া ও শিক্ষার সুব্যবস্থা করে থাকে, যা যাকাতের মাধ্যমে সম্ভবপর হয়।
✅ যাকাত শতভাগ হকদারদের মাঝে বিতরণ:
আপনার দেওয়া যাকাত শুধুমাত্র গরিব ও প্রয়োজনীয় ছাত্রদের জন্য ব্যবহৃত হয়। ভবন নির্মাণ বা অন্যান্য খাতে এই টাকা ব্যয় করা হয় না।
✅ দ্বীনি শিক্ষা বিস্তারের অন্যতম মাধ্যম:
আপনার যাকাতের দ্বারা এসব দরিদ্র ছাত্র কুরআন-হাদিস ও ইসলামী শিক্ষা অর্জন করতে পারবে, যা পুরো সমাজের জন্য কল্যাণকর।
📢 আপনার যাকাত দিন, একটি গরিব ছাত্রের শিক্ষার আলো জ্বালান!
তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন
(সুরা বাকারা – ২:১১০)
১। বিকাশ : 01767-659837
২। অ্যাকাউন্টের নাম : আল জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়াহ
অ্যাকাউন্ট নম্বর : 2050 7770 1002 54657
ব্যাংক : Islami Bank Bangladesh PLC.
শাখা : পোরশা শাখা
রাউটিং নাম্বার :
সুইফট কোড :