( নোটিশ : পোস্ট কোড: 18564 )

প্রতিষ্ঠান: আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা, নওগাঁ।
খরচ:মাসিক খানা ফি ৩,০০০ টাকা (২০২৫–২৬ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য)
প্রযোজ্যতা: এই স্পেশাল খানার কোনো ছাত্রের জন্য বাধ্যতামূলক নয়। যে ছাত্ররা ইচ্ছুক, তারা এই মেন্যুতে নাম লেখাতে পারবে।

১. বাজারে উপকরণের সহজলভ্যতা অনুযায়ী মেন্যুতে সামান্য পরিবর্তন হতে পারে।
২. প্রত্যেক মাসে একবারে খানা ফি ৩,০০০ টাকা পরিশোধ করতে হবে।
৩. স্পেশাল খানা; ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে রান্না করা হবে।

মাও. ক্বারী মোজাহারুল ইসলাম সাহেব


