ফতোয়া বলতে কি বুঝায়, এর ভিত্তি এবং ইতিহাস ?
ফতোয়া কী ও কেন?ফতোয়া জিজ্ঞেস করার আদব ও নিয়মাবলী! ফতোয়ার পরিচয় ফতোয়া হচ্ছে উদ্ভূত সমস্যা সমাধানকল্পে শরীয়ত কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে কুরআন সুন্নাহর আলোকে প্রদত্ত সমাধান বা ফায়সালা। (কামুসুল ফিকহ ২/১৮১) ফতোয়া কেন জিজ্ঞেস করবো? মুসলমান হওয়ার অর্থ হল, এই অঙ্গীকার করা যে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ মেনে চলবো। এখন কোন ক্ষেত্রে আল্লাহতালা কি আদেশ কি নিষেধ শরীয়তের মূলনীতির আলোকে তা সকলের জানা থাকে না। এজন্য প্রয়োজনের সময় বিজ্ঞ আলেমের কাছে জিজ্ঞেস করে জেনে নিতে হবে। আল্লামা আলূসি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ক্ষেত্র বিশেষে ফতোয়া জিজ্ঞেস করা ওয়াজিব। (তাকলীদ কী শরয়ী হাইসিয়ত ২৩, কামুসুল ফিকহ ২/১২০) কেননা আল্লাহ তাদের এরশাদ করেন- فاسالوا […]