আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

নাহু ও সরফের ইজ্‌রা – ২০২৩ ইং

শেয়ার করুন !!

আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ – এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এবছরেও নাহু ও সরফের ইজরা (ছাত্র ও শিক্ষকদের জন্য ) বিশেষ কোর্স অনুষ্ঠিত হবে। ইনশা-আল্লাহ!

স্থানঃ আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ।

সময়ঃ ১লা রমজান/১৪৪৪ হিজরি মোতাবেক ২৩ মার্চ/২০২৩ খ্রী: রোজ: বৃহস্পতিবার থেকে ২০শে রমজান ১৪৪৪ হিজরি মোতাবেক ১১ এপ্রিল ২০২৩ খ্রী: রোজ: মঙ্গলবার পর্যন্ত ।

ফিঃ ভর্তি ফি ৫০০/- টাকা এবং খানা বাবদ ১০০০/- টাকা । আর যারা খানা খাবেন না তাদের জন্য শুধু ভর্তি ফি ৫০০/- টাকা।

বিঃ দ্রঃ নাহবেমীর বা এর উপরের ছাত্র বা শিক্ষক হতে হবে। উর্দু ও ফার্সী পরিভাষা পড়ুয়া হতে হবে।

সাথে যা আনতে হবেঃ ১। মীযান-মুনশাইব্ , ২। পাঞ্জগাঞ্জ, ৩। ইচ্ছীগাহ, ৪৷ দস্তুরুল মুবতাদী, ৫। ছরফে মীর, ৬। নাহবেমীর, ৭। হেদায়াতুন নাহু, ৮। শরহে মিয়াতে আমেল(আরবি)। ৯। তালিমুল মুক্তাদী(এটি এখান থেকেও ব্যবস্থা করা যাবে।) ১০। খাতা- কলম এবং ১১। বিছানা-পত্র ও বোডিং থেকে খানা তুলে খাওয়ার আসবাবপত্র।

ফরমের জন্য যোগাযোগ করুনঃ
মাও. মোঃ আব্দুল্লাহ শাহ্মোবাঃ ০১৭৯২-৬৮৮ ০১৩

তত্ত্বাবধানেঃ
মুফতী ফজলুল হক সাহেবমোবাঃ ০১৭১৮-৩৪৫ ৭১৭
মুফতী মোস্তাফিজুর রহমান সাহেব মোবাঃ ০১৭১৪-১১৪ ৬৯৩

নির্দেশক্রমে
জনাব মাওঃ আব্দুল্লাহ শাহ্ চৌধুরী
মুহতামিম ও শায়খুল হাদিস
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ পোরশা, নওগাঁ ।


শেয়ার করুন !!
Scroll to Top