আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

ছুটি ও ভর্তির বিজ্ঞপ্তি ২০২৪ ঈসায়ী

শেয়ার করুন !!

ছুটি এবং ভর্তি নোটিশ
আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্ – পোরশা।
আরবি তারিখ কম-বেশি হলেও ইংরেজি তারিখ অনুযায়ী সকল কার্যাদি সম্পন্ন হবে

ছুটি
এত দ্বারা আল্-জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্’র সকল বিভাগের শিক্ষক ও ছাত্রদের জানানো যাচ্ছে যে, ১৫ ই শাবান ১৪৪৫ হি. মোতাবেক ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং রোজঃ সোমবার হতে ০৯ই শাওয়াল ১৪৪৫ হি. মোতাবেক ১৯ এপ্রিল ২০২৪ ইং. রোজঃ শুক্রবার পর্যন্ত পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অত্র জামিয়ার সকল বিভাগ বন্ধ থাকবে এবং ১০ই শাওয়াল ১৪৪৫ হি. মোতাবেক ২০ এপ্রিল ২০২৪ ইং. রোজঃ শনিবার জামি‘আর সকল বিভাগ খোলা হবে এবং ভর্তি কার্যক্রম যথা সময়ে আরম্ভ হবে ইনশা’আল্লাহ।

ভর্তি
১। আগামী ১লা রমজান মোতাবেক ১২ই মার্চ/২০২৪ইং, রোজ: মঙ্গলবার হতে হিফজ বিভাগ ও হিফজ প্রস্তুতি বিভাগে নতুন ও পুরাতন ছাত্র ভর্তির কার্যক্রম শুরু হবে এবং ১ দিনে ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে ইনশা‘আল্লাহ্।
২। এবং ১০ই শাওয়াল মোতাবেক ২০শে এপ্রিল/২০২৪ইং রোজ: শনিবার হতে নূরানী বিভাগ, কিতাব বিভাগ (জামাতে দুয়াজদাহম হতে তাকমীল ) ও তাখাসসুসাত পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ৮ দিনে ভর্তি কার্যক্রম শেষ করা হবে ইনশা‘আল্লাহ।

নতুন শিক্ষার্থীদের জন্য ভর্তির দিন সঙ্গে যা আনতে হবে:
১. নতুন শিক্ষার্থীদেরকে সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা জামিয়ার শুভাকাঙ্ক্ষী বা নির্ভরযোগ্য কোনো আলেমের প্রত্যয়ন পত্র সঙ্গে আনতে হবে।
২. জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয় পত্রের ১ কপি ফটোকপি।
৩. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১কপি রঙিন ছবি আনা আবশ্যক।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আবশ্যক ও পালনীয় নীতিমালা:
১. আচার-আচরণ, চার-চলন,পোষাক-পরিচছদ ইত্তেবায়ে সুন্নাত এর পাবন্দ হতে হবে।
২. আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়া। শরীআ পরিপন্থি কোন কার্যকলাপে লিপ্ত না হওয়া।
৩. জামিয়ার লক্ষ্য-উদ্দেশ্যর পরিপন্থি ও জামিয়ার সুনাম নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে অংশ গ্রহণ না করা।
৪. জামিয়ায় অধ্যয়নরত অবস্থায় প্রচলিত রাজনীতি ও আইন-শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না থাকা।
৫. জামিয়ার শিক্ষা বিভাগ, দারুল একামা ও অন্যান্য বিভাগের সকল নিয়ম কানুন মানতে বাধ্য থাকা।
৬. জামিয়ার ক্যাম্পাসে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, সাধারণ মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকা।
৭. ১৫ বছর ও তার কম বয়সের ছাত্রদের সাথে অভিভাবক অবশ্যই আসতে হবে।

আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্
পোরশা, নওগাঁ ।


শেয়ার করুন !!

উন্নয়ন বিভাগ - জামি'আ

Scroll to Top