আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

ভর্তি বিজ্ঞপ্তি : নীতিমালা-নির্দেশনা ২০২৫ ঈ শিক্ষাবর্ষ

ফরম বিতরণ

পুরাতন ছাত্রদের করণীয় : ০৪/০৪/২০২৫ ঈ.রোজ: শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবে। যারা মাদরাসায় বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের  অবশ্যই ফরম সংগ্রহের সময় বিগত শিক্ষাবর্ষের দাখেলা লিখে আনতে হবে বা মনে রাখতে হবে, যা ফরম সংগ্রহের সময় প্রয়োজন হবে।  যারা ইত্তেফাক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের মাদরাসার বিগত শিক্ষাবর্ষের দাখেলা এবং বোর্ডে পরীক্ষার রোল নম্বর লিখে আনতে হবে বা মনে রাখতে হবে, যা ফরম সংগ্রহের সময় প্রয়োজন হবে। অন্যথায় ফরম প্রদান সম্ভব হবেনা।

নতুন ছাত্র: ০৫/০৪/২০২৫ ঈ. রোজ: শনিবার (মাদরাসা খোলার দিন) ফজরের নামাজের পর থেকে নির্ধারিত  স্থান হতে ফরম সংগ্রহ করবে।

 

নতুন ছাত্রদের জন্য করণীয়

নতুন ছাত্রদের জন্য ভর্তির দিন সঙ্গে যা আনতে হবে:
১। অনলাইনকৃত জন্ম নিবন্ধন সনদপত্রের বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে আনতে হবে । অন্যথায় ভর্তি বিলম্বিত হবে। মিথ্যে বা বিকৃত তথ্য জমা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
২। ছাত্রদের বয়স ১৫ বছরের কম হলে অভিভাবক সঙ্গে আনতে/আসতে হবে ।
৩। যথাসময় এবং যথাস্থান হতে নতুন ফরম সংগ্রহ করে অন্যান্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

পুরাতন ছাত্রদের করণীয় : 

পুরাতন ছাত্রদের জন্য করণীয়:
১। পুরাতন ছাত্রদের কোনোরূপ ছবি, জন্ম নিবন্ধন বা অন্যান্য সনদের ফটোকপি সাঙ্গে আনার প্রয়োজন নেই । তবে দাখেলা এবং বোর্ড
পরীক্ষার রোল নম্বর লিখে আনবে অথবা মনে রাখবে।
২ । যথাসময় এবং যথাস্থান হতে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে এবং অন্যান্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবশ্যকীয় ও পালনীয় নীতিমালা:

১। শিক্ষার্থীদের আকিদা, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি অবশ্যই বিশুদ্ধ তাওহীদ ও সুন্নাহভিত্তিক হতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের স্বীকৃত আকিদার প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করা আবশ্যক।

২। নবী করীম (ﷺ)-এর সুন্নাহ অনুসরণ ও অনুকরণকে; জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করা অপরিহার্য।

৩। শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামাজিক জীবন ইসলামি শিক্ষার উপযোগী হতে হবে। পোশাক-পরিচ্ছদ, চলন-বলন, চুলের ছাঁট সমস্ত কিছু সুন্নাহ অনুযায়ী হওয়া বাঞ্ছনীয়।

৪। রেডিও- টেলভিশন, ভি.সি.আর, সিনেমা, থিয়েটার ও সর্ব প্রকার অশ্লীল পেপার পত্রিকা দেখা-শুনা এবং যে কোন প্রকারের মোবাইল ব্যবহার, খেলা-ধুলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।

৫। শিক্ষার্থীরা কোনো প্রকার সংগঠন, দল বা সংস্থার সদস্য হতে পারবে না, এমনকি যদি তা দ্বীনি বা শিক্ষামূলকও হয়। কোনো ধরনের মিছিল, প্রতিবাদ সভা বা রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

৬। জামি‘আতে অধ্যয়নরত অবস্থায় অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা পরীক্ষা দেওয়া নিষিদ্ধ। এ নিয়ম ভঙ্গ করলে ভর্তি বাতিল করা হবে এবং জামি‘আর সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক ছিন্ন করা হবে।

৭। জামি‘আর সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখতে হবে। সহপাঠীদের প্রতি সদাচরণ বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহ ও পারস্পরিক সম্প্রীতি রক্ষা করতে হবে। কোনো ধরনের অসদাচরণ মার্জনীয় নয়।

৮। জামি‘আর ক্যাম্পাসে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ও সাধারণ মোবাইল ফোন কাছে রাখা এবং ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যথায় জামি‘আ থেকে বহিষ্কার করা হবে ৷

৯। শিক্ষার্থীর কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না।

আমি অঙ্গিকার করছি যে, উপরোল্লেখিত নিয়ামাবলী তথা জামি‘আর সমস্ত বিধি-নিষেধ সম্পূর্ণ-রূপে মেনে চলব।

যোগাযোগ: ০১৭১৪-১১৪৬৯৩

Scroll to Top