আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

তালাক প্রসঙ্গে।

( ফতোয়া ও মাস‘আলা-মাসায়েল : পোস্ট কোড: 18470 )

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: তালাক প্রসঙ্গে।
প্রশ্ন: আসসালামু আলাইকুম। কেউ যদি তার স্ত্রীকে উদ্দেশ্য করে “এক তালা” পর্যন্ত বলে থেমে যায় এতে কি তাদের তালাক হবে?
নিবেদক
মুহা.ইমন হোসেন
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: না, প্রশ্নোক্ত ক্ষেত্রে কোন তালাক কার্যকর হবে না। কারণ,এটি তালাকের শব্দ নয়।
উল্লেখ্য, শরীয়তের দৃষ্টিতে তালাক খুবই অপছন্দনীয় ও গর্হিত কাজ। তাই এ ব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা উচিত, অতি প্রয়োজন ছাড়া তা প্রয়োগ করার কিছুতেই বাঞ্ছনীয় নয়।

الإحالة الشرعية على المطلوب-
في “التاتارخانية”(4/413) و في الخانية: و لو قال انت طالا لا يقع شيئ و إن نوى و قال الفقيه ابو القاسم: لو أن اعجميا قال ذلك بالفارسية و حذف الحرف الاخير لا يقع و إن نوى لأنه غير معتاد في العجم. ..انتهى، والله أعلم بالصواب

 

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

 

 

Fatwa ID: 18470
Scroll to Top