বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: নিয়ত ছাড়া কেনায়া শব্দের দ্বারা তালাক প্রদান প্রসঙ্গে।
প্রশ্ন: আসসালামু আলাইকুম। আমার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে আমি তাকে বলি “আমার ভাত খাইলে খাবি, না খাইলে নাই”আমার স্ত্রী তখন বলে,”খাইলাম না”আমি তখন তার কথার উত্তরে বলি,যা যা যা। উল্লেখ্য যে,আমার তালাকের কোন নিয়ত ছিল না।তালাক দেওয়ার উদ্দেশ্য যা যা যা বলি নাই।শুধুমাত্র তার কথার জবাবে বলেছি যা যা যা। এখন আমার করনীয় কি? এটা কি তালাক হিসেবে গণ্য হবে ? আর যদিও গণ্য হয় আমার করনীয় কি এবং কত তালাক হিসেবে গণ্য হবে ?
নিবেদক
মুহা.ইমন
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: প্রশ্নোক্ত বিবরণ যদি সত্য হয় আর আপনার এলাকায় আপনার কথা “আমার ভাত খাইলে খাবি, না খাইলে নাই” এই কথাটি স্পষ্ট তালাকের ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ ঐ কথার অর্থ এমন হয় যে, তুমি চাইলে তালাক গ্রহণ করতে পারো তাহলে আপনার স্ত্রীর কথা “খাইলাম না” অর্থাৎ তালাক গ্রহণ করলাম, এর দ্বারা আপনার স্ত্রীর উপর এক তালাকে রজয়ী কার্যকর হয়েছে।এখন যদি আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে নিতে চান তাহলে স্ত্রীর ইদ্দতের মধ্যে অর্থাৎ স্ত্রী ঋতুমতী হলে তিনটি ঋতু আর গর্ভবতী হলে সন্তান প্রসব করার আগেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ব্যক্ত করতে হবে।অথবা স্ত্রীর সাথে স্বামী-স্ত্রী সূলভ আচরণ করলেও পূর্বের স্ত্রী হিসাবে বহাল হয়ে যাবে। আর ইদ্দত শেষ হয়ে গেলে নতুনভাবে মোহর ধার্য করে দু’জন উপযুক্ত সাক্ষীর সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে।তবে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নেন বা ইদ্দত শেষে ফিরিয়ে নেন,উভয় অবস্থায় পরবর্তীতে আপনি কেবল দু’তালাকের অধিকারী থাকবেন। তাই পরে কখনো দু’তালাক দিয়ে দিলে আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে।সে ক্ষেত্রে পুনরায় বিবাহ করলেও সংসার করা বৈধ হবে না।
আর যদি আপনার কথা “আমার ভাত খাইলে খাবি, না খাইলে নাই” এই কথাটি আপনার এলাকায় স্পষ্ট তালাকের ক্ষেত্রে ব্যবহৃত না হয় তাহলে আপনার স্ত্রীর উপর কোন তালাক কার্যকর হয়নি।
প্রকাশ থাকে যে, আপনি আপনার স্ত্রীকে তালাকের নিয়ত ছাড়া শুধু তার কথার জবাবে যা যা যা বলার কারণেও তার উপর কোন তালাক কার্যকর হয়নি।
الاحالة الشرعية على المطلوب-
في”فتح القدير”(٤/٨٦) ومن قال لإمرأته طلقي نفسك ولا نية له أو نوى واحدة فقالت طلقت نفسي فهو واحدة رجعية
وفي”تبيين الحقائق”(٣/٩٦) قال رحمه الله: ولو قال لها طلقي نفسك ولم ينوي أو نوى واحدة فطلقت وقعت رجعية
وفي” الدر المختار” (٤/٥٢١) وفي الغضب توقف الأولان إن نوي وقع وإلا لا
وفي”رد المختار” (٤/٥٢١) (توقف الأولان) أي: ما يصلح ردا وجوابا وما يصلح سببا وجوابا
وفي”فتاوى دار العلوم ديو بند”(٩/٤٥٦) سوال: اگر کوئی شخص غصہ میں عورت کو کہے چلی جا نکل جا تو ان الفاظ سے طلاق ہو جاتی ہے یا نہیں ؟ جواب: اپنی زوجہ کو چلی جا نکل جا کہنے سے اگر نیت طلاق کی ہے طلاق ہو جاتی ہے ور نہ نہی..انتهى، والله أعلم بالصواب