আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

মেয়েরা হিফয শিক্ষা করা প্রসঙ্গে

শেয়ার করুন !!

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: মেয়েরা হিফয শিক্ষা করা প্রসঙ্গে।
প্রশ্ন: পুরুষ শিক্ষকের কাছে কি মেয়েরা পর্দার সহিত হিফয পড়তে পারবে? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক
সা‘দ আহমদ।

بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি কোন ফেতনার আশংকা না থাকে, তাহলে জায়েয আছে। তবে শিক্ষক ও ছাত্রীর সংখ্যা দুইয়ের অধিক হতে হবে। কেননা হাদীস শরীফে একজন পুরুষ ও একজন নারীকে নির্জনে একত্রিত হতে নিষেধ করা হয়েছে। হযরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ওমর রা. একবার “জাবিয়া” নামক স্থানে আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি বললেন, সাবধান! কোন পুরুষ কোন মহিলার সঙ্গে নির্জনতা অবলম্বন করবে না। যদি এমন করে তাহলে তাদের মাঝে তৃতীয় ব্যক্তি শয়তান হবে। (তিরমিযি শরীফ: ২/৩৯, হাদীস নং:- ২১৬৫)

الاحالة الشرعية على المطلوب
أخرج الإمام الترمذي في “سننه” ( 2/39) من حديث ابن عمر رضي الله عنه قال: خطبنا عمر رضي الله عنه بالجابية فقال …. ألا لا يخلون رجل بإمرأة إلا كان ثالثهما الشيطان
فی ” جامع الفتاوی” (4/202) نا محرم حافظ سے قرآن کریم یاد کرنا پردہ کے ساتھ ہو تو گنجائش ہے بشرطیکہ کسی فتنے کا اندیشہ نہ ہو ۔ مثلا دونوں کے درمیان تنہا ئ  نہ ہو، اگر فتنہ کا احتمال ہو تو   جائز نہیں
**وفی ”  فتاوی دار العلوم دیوبند” (17/253) سوال: بالغ شخص جوان عورت یا نابالغ لڑکیوں کو قرآن شریف کی تعلیم دے سکتا ہے یا نہیں؟ الجواب: خوف فتنہ کے وقت نا جائزہے اور خوف فتنہ کا نہ ہو تو درست ہے
وراجع أيضا فی “آپ کے مسائل اور ان کا حل” (3/173)  انتهى، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।


শেয়ার করুন !!
Scroll to Top