আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

ফাতওয়া বিভাগ – ওয়েব অ্যাপ

( নোটিশ : পোস্ট কোড: 18983 )

প্রশ্ন করুন ফাতওয়া বিভাগে — ২৪ ঘণ্টা

জামিআর বিজ্ঞ মুফতি সাহেবগণের সিগনেচারসহ অফিসিয়াল প্যাডে আপনার সমস্যার সমাধানে লিখিত ফাতওয়া গ্রহণ করুন, দেশ–বিদেশের যেকোনো স্থান থেকে।

Fatwa Web App-Darul Hidayah

লিংকঃ https://fatwa-dhp.web.app/

দ্বীনের পথে থাকুন, বিভ্রান্তি থেকে নিরাপদ থাকুন:
জীবনে প্রতিটি পদক্ষেপেই হালাল–হারাম, সঠিক–ভুলের সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অনেক সময় আমরা মনে করি—সামান্য ভুল কিছুই হবে না। কিন্তু ঠিক এখানেই মানুষের জীবন ঘুরে যায় ভুল পথে, ঘোরপথে ও গোমরাহির দিকে। দ্বীনের আলোকে চলতে হলে জ্ঞান, নির্দেশনা এবং যোগ্য আলেমদের পরামর্শ অত্যন্ত জরুরি। নিজের মতো সিদ্ধান্ত নেওয়া সব সময় নিরাপদ নয়। আজকাল বিভ্রান্তিকর তথ্য, ভ্রান্ত মতবাদ ও ভুল ফাতওয়া মানুষের ঈমানকে ক্ষতিগ্রস্ত করছে।

তাই দ্বীনি বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হলে বিজ্ঞ মুফতি সাহেবদের রায় অপরিহার্য।

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ
আল্লাহ বলেন:
“যদি তোমরা না জানো, তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা কর।”
– সূরা আন-নাহল ১৬:৪৩

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ
আল্লাহ বলেন:
“যার সম্পর্কে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ করো না।”
– সূরা আল-ইসরা ১৭:৩৬

أَلَا سَأَلُوا إِذْ لَمْ يَعْلَمُوا
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“তারা জানত না—তখন আলেমদেরকে কেন জিজ্ঞাসা করল না?
প্রশ্ন করা ছিল অজ্ঞতা দূর করার উপায়।”
-সুনান আবু দাউদ, হাদিস ৩৩৬

সঠিক পথের সন্ধান এখানেই
আপনার যেকোনো প্রশ্ন-ছোট বা বড়, ব্যক্তিগত জীবন, পরিবার, ব্যবসা, লেনদেন বা ইবাদত–বন্দেগি, জটিল সমস্যা হোক বা সাধারণ দ্বিধা-সবক্ষেত্রেই আপনি পাবেন যোগ্য মুফতি সাহেবদের দলিলসমৃদ্ধ, নির্ভরযোগ্য লিখিত ফাতওয়া ।

কারণ-
ভুল ফাতওয়া জীবনকে ধ্বংস করে,
আর সঠিক ফাতওয়া জীবনকে বদলে দেয়।

আজই আপনার প্রশ্ন করুন, সত্য জেনে সঠিক পথে চলুন।
দ্বীনের আলোয় জীবন গড়ুন—ঘোরপথে নয়, হিদায়াতের পথে।

Fatwa ID: 18983
Scroll to Top