আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

নামায ও রোযার ফিদিয়া আদায় প্রসঙ্গে।

( ফতোয়া ও মাস‘আলা-মাসায়েল : পোস্ট কোড: 18978 )

বরাবর,
ফাতওয়া ও ইসলামী আইন গবেষণা বিভাগ,আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়া, পোরশা, নওগাঁ।
বিষয়: নামায ও রোযার ফিদিয়া আদায় প্রসঙ্গে।
প্রশ্ন: সম্মানিত মুফতী সাহেব। আমার এক আত্মীয় ইন্তেকাল করেছেন। তার এক বছরের রোযা ও এক বছরের নামায কাযা রয়েছে। এখন তার ওয়ারিছগন কাযা রোযা ও নামাযগুলোর ফিদায়া আদায় করতে চাচ্ছে। জানার বিষয় হল, এক বছরের নামায ও রোযার জন্য কত টাকা ফিদিয়া হিসাবে আদায় করতে হবে? শরীয়ত মোতাবেক সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
নিবেদক
মুহা. শামসুল হক শাহ
পোরশা
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما
সমাধান: প্রত্যেক ওয়াক্ত নামায ও প্রত্যেক রোযার জন্য একটি সদকায়ে ফিতর তথা ১.৬৩৬ কিলোগ্রাম গম বা তার মূল্য আদায় করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাযের সাথে বিতর নামাযকে সংযুক্ত করে দৈনিক মোট ছয় ওয়াক্ত নামাযের ফিদিয়া আদায় করতে হবে।
আজ ১৪/১১/২৫ ইং তারিখে গমের বাজার মূল্য ৪৫ টাকা কেজি হিসাবে একটি রোযা বা এক ওয়াক্ত নামাযের ফিদিয়া হচ্ছে- ৭৩.৬২ টাকা সর্তকতামূলক ৭৪ টাকা।

  • এক বছর রোযার ফিদিয়া হচ্ছে – ২২২০ টাকা।
  • দৈনিক ৬ ওয়াক্ত নামাযের ফিদিয়া হচ্ছে – ৪৪৪ টাকা।
  • এক বছর ৩৬৫ দিন ধরে পুরা বছরের নামাযের ফিদিয়া হবে – ১,৬২,০৬০ টাকা।
  • এক বছরের নামায ও এক বছরের রোযার মোট ফিদিয়া দিতে হবে – ১,৬৪,২৮০ টাকা।

উল্লেখ্য, ফিদিয়া আদায়ে ‍যদি বিলম্ব হয় তাহলে মূল্য অনুযায়ী ফিদিয়া আদয়ের ক্ষেত্রে যেদিন ফিদিয়া আদায় করবে সেই দিনের বাজার মূল্য অনুযায়ী ফিদিয়া আদায় করতে হবে।

الإحالة الشرعية على المطلوب
في الدر المختار”(3\72-73) (ولو مات وعليه صلوات فائتة وأوصى بالكفارة يعطى لكل صلاة نصف صاع من بر) كالفطرة(وكذا حكم الوتر) والصوم، وإنما يعطي (من ثلث ماله)
في”البحر الرائق” (2\160) (ولو مات الرجل وعليه صلوات فائتة وأوصى بان يعطي كفارة صلاته يعطى لكل صلاة نصف صاع من بر و للوتر نصف صاع و لصوم يوم نصف صاع إنما يعطي من ثلث ماله
في”الهندية”(1\125) إذا مات الرجل وعليه صلوات فائتة فأوصى بأن تعطى كفارة صلواته يعطى لكل صلاة نصف صاع من بر وللوتر نصف صاع ولصوم يوم نصف صاع من ثلث ماله -انتهي و الله تعالي اعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

Fatwa ID: 18978
Scroll to Top