আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

ফুফাতো ভাগ্নিকে বিবাহ করা প্রসঙ্গে।

( ফতোয়া ও মাস‘আলা-মাসায়েল : পোস্ট কোড: 18417 )

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: ফুফাতো ভাগ্নিকে বিবাহ করা প্রসঙ্গে।
প্রশ্ন: ফুফাতো বোনের (আমার বড় ফুফুর)মেয়ের মেয়েকে তথা ভাগ্নিকে বিয়ে করা জায়েয কি না? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক
মুহা. আব্দুল্লাহ
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-

সমাধান: হ্যাঁ,ফুফাতো বোনের মেয়েকে বিবাহ করা জায়েয আছে। কারণ ফুফাতো বোনের মেয়ে মাহরামের অন্তর্ভুক্ত নয়।

 

الاحالة الشرعية على المطلوب-

قال الله تعالى في سورة “النساء” (٢٤) واحل لكم ما ورآء ذلكم
وأخرج الإمام البخاري رح في”صحيحه”(٤٩٢٠) عن عائشة رض قالت حرموا من الرضاعة ما يحرم من النسب
وفي كتاب النوازل”(٨/١٥٣) عمرو کا اپنی پھوپھی ذات بہن کی لڑکی سے نکاح کرنا بلا شبہ جائز اور درست ہے اس لۓ کہ قران کریم میں جن عورتوں سے نکاح کی حرمت کو ذکر کیا گیا ہے پھوپھی زاد بہن کی لڑکی ان میں شامل نہیں ہے
وفي”قاسميه”(١٣/١٨٧) زید کے لۓ پھوپھی زاد بہن کی لڑکی کے ساتھ نکاح شرعا جائز اور درست ہے..انتهى، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

Fatwa ID: 18417
Scroll to Top