আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

মসজিদের টাকা দিয়ে ব্যবসা করা প্রসঙ্গে।

( ফতোয়া ও মাস‘আলা-মাসায়েল : পোস্ট কোড: 18415 )

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: মসজিদের টাকা দিয়ে ব্যবসা করা প্রসঙ্গে।
প্রশ্ন: মসজিদের টাকা দিয়ে মসজিদের টাকা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসা করা জায়েয আছে কি না? যদি থাকে তাহলে কি পদ্ধতিতে জায়েয ? জানতে চাই।
নিবেদক

মুহা.মোজাম্মেল হক
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-

সমাধান:না, মসজিদের টাকা বৃদ্ধির জন্য হলেও মসজিদের জমা টাকা দিয়ে ব্যবসা করা যাবে না। কারণ মসজিদের জমা টাকা হচ্ছে আমানত। আর আমানতের টাকা ব্যবসায় খাটানো বৈধ নয়। তবে যদি কোন ব্যক্তি মসজিদের উন্নয়নের জন্য ব্যবসার উদ্দেশ্যেই কিছু টাকা মসজিদে দান করে তাহলে সেই টাকা দিয়ে মসজিদের অর্থ বৃদ্ধির জন্য ব্যবসা করা জায়েয হবে।

الاحالة الشرعية على المطلوب-
في”السراجية”(٤٠٠) القيم إذا اشترى من غلةالمسجد حانوتا أو دارا واراد أن يستغل ويباع عند الحاجة جاز إن كان له ولاية الشراء
وفي”البحر الرائق”(٥/٢٣٩) ولا يجوز للقيم شراء شيء من مال المسجد لنفسه ولا البيع له وإن كان فيه منفعة ظاهرة للمسجد
وفي”الهندية”(٢/٤١٣) القيم إذا اشترى من غلةالمسجد حانوتا أو دارا واراد  أن يستغل ويباع عند الحاجة جاز له إن كان له ولاية الشراء
وفي”محموديه”سوال :مسجد کے پیسہ سے مسجد کے لیے تجارت کر سکتا ہے یا نہیں؟جواب مسجد کا پیسہ متولی کے پاس امانت ہوتا ہے اس میں کسی قسم کا تصرف کرنا  روزگار وغیرہ میں لگانا جائز نہیں..انتهى، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

Fatwa ID: 18415
Scroll to Top