আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

যাকাত প্রসঙ্গে।

( ফতোয়া ও মাস‘আলা-মাসায়েল : পোস্ট কোড: 18403 )

বরাবর,

ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: যাকাত প্রসঙ্গে।
প্রশ্ন: আসসালামু আলাইকুম। সম্মানিত মুফতি সাহেব। আমি একটি জমি ক্রয় করেছি এই চুক্তিতে যে তার মূল্য ৫ বছরের বাৎসরিক কিস্তিতে আদায় করবো। এবং ওই জমিতে ব্যবসা করার কোন নিয়ত নেই। বরং আমি চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করার কিছুদিন পর বসবাসের ঘর বানাবো। হুজুরের কাছে আমি জানতে চাই- এই জমির উপরে আমার যাকাত আদায় করতে হবে কিনা? কিংবা আমি যদি পরবর্তীতে জমি পরিপূর্ণ ক্রয় করার পর কোন বিল্ডার্স কোম্পানিকে দিয়ে শেয়ারে বাড়ি তৈরি করি তাহলে কি আমার উপর এই সম্পদের যাকাত দেওয়া আবশ্যক হবে কিনা?
নিবেদক
মুহা. মিজান

بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: না প্রশ্নোক্ত সম্পদের উপর যাকাত আসবে না। পরবর্তীতে সেখানে ঘর-বাড়ি নির্মান করলেও যাকাত আবশ্যক হবে না। কেননা এ ধরনের সম্পদ যাকাত যোগ্য নয়। যাকাত আসে টাকা-পয়সা,সোনা, রুপার ও ব্যবসার সম্পদের উপর। কেননা হাদীসে এসেছে “ সামুরা ইবনে জুনদুব রাযি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে আদেশ দিতেন বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত (ব্যবসার ) সম্পদ থেকে যাকাত  বের করতে’’ ( সুনানে আবু দাউদ,খন্ড:১. পৃ:২১৮. )

 

الإحالة الشرعية على المطلوب-
روى الإمام أبو داؤد في سننه(برقم 1566) عن سمرة بن جندب قال أما بعد! فإن رسول الله صلى  الله عليه وسلم  كان يأمرنا أن نخرج الصدقة من الذي نعد للبيع
وفي رد المحتار (3\177) و ليس في دور السكنى و ثياب البدن زكوة
وفي الفتاوى التاتارخانية (  3 \164)– الزكاة واجبة في عروض التجارة و في المضمرات: يريد بالعوارض ما خلا الذهب و الفضة والسوائم
و في البحر الرائق(2\228) في عروض التجارة ربع العشر إذا بلغت قيمتها من الذهب والفضة نصابا ويعتبر فيها الأنفع للمساكن
وفی النوازل (6\473) جو زمين  ذاتي تعمير کے لۓ خريدی  بے اس میں تجارت کے لۓ بے۔ البۃ جو زمين ميں تجارت کے لۓ خريدی بے اس کی پوری ماليت پر زکوۃ واجب ن=ہوگی——–..انتهى، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

Fatwa ID: 18403
Scroll to Top