আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

কুরবানীর গোস্ত মাদ্রাসায় দান করা সম্পর্কে ।

( ফতোয়া ও মাস‘আলা-মাসায়েল : পোস্ট কোড: 18366 )

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: কুরবানীর গোস্ত মাদ্রাসায় দান করা সম্পর্কে
প্রশ্ন: মাদ্রাসায় কুরবানীর যে সমস্ত গোস্ত দান করা হয় তা মাদ্রাসার ছাত্রদের খাওয়ানোর সহীহ তরীকা কি? এবং যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় পূর্ণ বা আংশিক টাকা দিয়ে খাবার খায় তাদেরকে কুরবানীর গোস্ত খাওয়ানোর সহীহ তরীকা কি ? বিস্তারিতভাবে দলিল প্রমাণসহ জানতে চাই।
নিবেদক
মুহা.আমিরুল ইসলাম
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: কুরবানীর গোস্ত ধনী গরীব সকল শ্রেণীর ছাত্রদের খাওয়ানো জায়েয আছে।কেননা কুরবানীর গোস্তের বিধান সদকা-ফিতরা বা মান্নতের মত নয়। সুতরাং মাদ্রাসা কর্তৃপক্ষ যখন যেভাবে যতটুকু ইচ্ছা সকল ছাত্রদেরকে কুরবানীর গোস্ত খাওয়াতে পারবে।

الاحالة الشرعية على المطلوب-

في”التاتارخانية”(١٧/٤٣٧) يطعم منها ما شاء للغني والفقير والمسلم والزمي فإن أكل الكل فهو جائز
وفي”الدرالمختار”(٩/٥٤١) ويأكل من لحم الأضحية ويأكل غنيا ويدخر
وفي”الهندية”(٥/٣٤٦) ويطعم الغني والفقير جميعا كذا في البدائع و يهب منها ما شاء للغني والفقير
وفي”مسائل قرباني”(١٨٦) قربانی کا گوشت کھود کھانا اور مالدار اور فقیر کو دینا اور سکھا کر رکھنا درست ہے..انتهى، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

Fatwa ID: 18366
Scroll to Top