আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

ফোনে তালাক প্রসঙ্গে।

( ফতোয়া ও মাস‘আলা-মাসায়েল : পোস্ট কোড: 17963 )

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়:ফোনে তালাক প্রসঙ্গে।
প্রশ্ন: মাননীয় মুফতী সাহেব হুজুর, ফোনে কথা বলার সময়। আমি রাগের মাথায় আমার বউকে একসঙ্গে তিন তালাক দিয়ে দিছি, তো এখন কি আমি আবার তাকে নিয়ে সংসার করতে পারব? প্লিজ দয়া করে বলবেন
নিবেদক
মুহা.বাপ্পি মিয়া।
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: : প্রশ্নোক্ত বিবরণ সত্য হলে শরয়ী বিধান মতে আপনার স্ত্রীর উপর তিন তালাক কার্যকর হয়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গেছে। এখন যদি আপনি ঐ স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে চান তাহলে আপনার স্ত্রীকে, তালাকের ইদ্দত শেষ করার পর অর্থাৎ ঋতুমতি হলে তিনটি ঋতু আর গর্ভবতী হলে সন্তান হওয়ার পর স্বেচ্ছায় অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। দ্বিতীয় স্বামী সহবাস করার পর যদি কোন কারণে তালাক দেয় বা মারা যায় তাহলে তার ইদ্দত শেষ হওয়ার পর পরস্পরে রাজি থাকলে নতুনভাবে দু’জন সাক্ষীর উপস্থিতিতে মোহর ধার্য কর আপনারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করতে পারবেন।
উল্লেখ্য, শরীয়তের দৃষ্টিতে সাধারণ অবস্থায় তালাক খুবই অপছন্দনীয় ও গর্হীত  কাজ তাই এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। অতি প্রয়োজন ছাড়া তা প্রয়োগ করা কিছুতেই বাঞ্ছনীয় নয়। যদি কখনো তালাক দিতেই হয় তাহলে পরামর্শ অনুযায়ী এক তালাকের বেশি দেওয়া উচিত নয়। তাও শান্ত পরিবেশে রাগের পরিবেশে নয়।

                                 الإحالة الشرعية على المطلوب
قال الله تعالى في سورة البقره(230) فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره
أخرج الإمام “البخاري ح في صحيحه”(2/791) عن عائشة رضي الله تعالى عنها أن رجلا طلق امرأته ثلاثا فتزوجت فطلق ا فسئل النبي صلى الله عليه وسلم اتحل الاول  قال لا حتى تذوق كما ذاق الأول
وأخرج الإمام “البخاري رح في صحيحه”(2/792) قال  الليث عن نافع كان ابن عمرإذا سئل عن طلق ثلاثا قال لو طلقت مرة او مرتين فإن النبي صلى الله عليه وسلم أمرني بهذا فإن طلقها ثلاثا حرمت حتى تنكح زوجا غيره
وفي بدائع الصنائع(4/479) واما الطلقات الثلاث فحكمها الأصلي هو زوال الملك وزوال حل المحلية أيضا حتى لا يجوز له نكاحها قبل التزوج يزوج آخر
وفي “التاتارخانية”(5/147)وإن كان الطلاق ثلاثا في الحرة أو ثنتين في الأمة لا تحل له لا تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها أو يموت عنها
وفي “الهندية”(1/535)وإن كان الطلاق ثلاثا في الحرة أو ثنتين في الأمة لا تحل له لا تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها أو يموت عنها
وفي “الهندية”(1/355) إذا قال للإمرأته أنت طالق وطالق طلاق ولم يعقله بالشرط وإن كانت مدخولة طلقت ثلاث…انتهى، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

Fatwa ID: 17963
Scroll to Top