বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: স্ত্রীর পক্ষ থেকে তালাক প্রসঙ্গে ।
প্রশ্ন: আমি মারিয়া। ২০১৪ সাল এ আমার বিবাহ হয় তালহা নামের এক ব্যক্তির সাথে। বিবাহের পর দিন সে বলে সে পারিবারিক চাপে পড়ে আমাকে বিয়ে করে। তার আমাকে পছন্দ না। তার পর থেকে আমাদের মধ্যে কখনও শু সম্পর্ক ছিল না। প্রায় ই ঝগড়া হতো। বারবার সে আমাকে বলত চলে যেতে বা তালাক দিয়ে দিব এমন কথা ও বলতো। ২০১৮ সাল পর্যন্ত দেখে পরিস্থিতি যখন এমন ই চলতে থাকে আমি চলে আসি বাবার বাড়ি তে। এবং তাকে তালাক নামা পাঠাই। কিন্তু সে তালাক এর কাগজে সই করে না। দের বছর পর্যন্ত দেখি। তারা জানায় তারা এই তালাক মানে না। এবং আমার পরিবার থেকেও কিছু মানুষ এমন বলে। একজন মাসয়ালা এনে দেয় স্বামী যদি তালাক এর কাগজে সই না করে সেই ক্ষেত্রে ১ তালাক বলে গণ্য হয়। সেখানে দ্বিতীয় বার বিবাহ পরিয়ে স্ত্রী ফিরে যেতে পারে। পরিবার থেকেও কিছু সমস্যার জন্য আমি দ্বিতীয় বার ফিরে যাই আবার বিবাহ পরিয়ে দেওয়া হয়। কিন্তু এবার ও আগের মত সমস্যা হয়। কোনো ভাবেই তার সাথে থাকা সম্ভব হয় না। শুধু মাত্র এক বাসায় থাকা হয় তাছাড়া আর কিছুই না। ২০২২ সাল এর আমি আবার তাকে তালাক দিয়ে দেই। বিবাহের কাগজে লেখা আছে বনিবনা না হলে স্ত্রী তালাক দিতে পারবে। এই কথার উপর ভিত্তি করে আমি তালাক দেই। এবং এবার ও সে সই করে না। এবং সে করবে না । কারন এতে তার পরিবার তাকে খোটা দিবে। আগের মতো এখনো তাদের কথা তারা এই তালাক মানে না। এবং আমি তার এখনো স্ত্রী। আমি অন্য কোথাও বিবাহ করতে পারবো না। এটা তারা বলে। আমি তালাক এবং প্রথম বারের বিবাহের কাগজ দিয়ে দিচ্ছি সাথে। দ্বিতীয় বার যখন তার সাথে বিবাহ পরিয়ে দিয়েছিল সেই কাগজ টি এবং প্রথম বার তালাক দিয়েছিলাম সেই কাগজ টি হারিয়ে যাওয়ায় তার কোনো প্রমাণ আমার কাছে নাই। একটু দয়া করে আমার চিঠি টি ভালো করে পড়ে এবং কাগজ গুলো দেখে আমাকে একটু লিখিত উত্তর দিতে হবে। সত্যিই কি আমার তালাক হয় নাই? আমি কি অন্য কোথাও বিবাহ করতে পারবো না। তার সাথে সংসার করা সম্ভব নয় কিন্তু সে আমকে কখনও নিজ থেকে তালাক দিবে না। এখন আমার কি করণীয়? যদি তাদের কথা মত এই তালাক না হয়ে থাকে তাহলে আমি তার থেকে কি করে নিজেকে মুক্তি করব?
বি:দ্র: মৌখিক বিবরণ থেকে জানা গেছে যে,প্রথমবার বিবাহের সময় স্বামী যেভাবে স্ত্রীকে কাবিন নামায় তালাকের অনুমতি দিয়েছিল যে,স্বামী স্ত্রী বানাবনি না হলে স্ত্রী নিজের নফসের উপর তালাক গ্রহণ করতে পারবে।ঠিক তেমনি ভাবে দ্বিতীয়বার বিবাহের সময় ও স্বামী অনুমতি দিয়েছে যে,স্বামী স্ত্রী বানাবনি না হলে স্ত্রী নিজের নফসের উপর তালাক গ্রহণ করতে পারবে।
নিবেদক
মোসা:মারিয়া আহমাদ
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: প্রশ্নোক্ত বিবরণ যদি সত্য হয় এবং দ্বিতীয়বারের বিবাহে বনাবনি না হওয়ার শর্তে বাস্তবেই যদি স্বামী তালাকের অনুমতি দিয়ে থাকে, তাহলে আপনি নিজের নফসের উপর তালাক গ্রহণ করার দ্বারা এক তালাকে বায়েন কার্যকর হয়েছে এবং আপনাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন যদি উক্ত স্বামীর সাথে ঘর সংসার করা সম্ভব না হয়, তাহলে আপনি চাইলে ইদ্দত পালনের পর অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।আর যদি ঐ স্বামীর সাথেই বৈধভাবে সংসার করতে চান,তাহলে নতুন করে মোহর ধার্য করে দু’জন উপযুক্ত সাক্ষীর সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে।
প্রকাশ থাকে যে,যদি আপনারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে স্বামী পরবর্তীতে শুধু এক তালাকের অধিকারী থাকবে। কারণ,প্রথম বিবাহের পর যখন আপনি নিজের নফসের উপর তালাক গ্রহণ করেছেন, তখন আপনার উপর এক তালাকে বায়েন কার্যকর হয়েছিল।
পরবর্তীতে শরীয়ত মোতাবেক পুনরায় বিবাহের পর যখন আপনি আবার নিজের নফসের উপর তালাক গ্রহণ করেছেন,তখন আরেক তালাকে বায়েন কার্যকর হয়েছে।তাই স্বামী ভবিষ্যতে কখনো যদি আর এক তালাক দিয়ে দেয় তাহলে আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যাবে।সুতরাং ভবিষ্যতে তালাক প্রদানের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে।
الاحالة الشرعية على المطلوب-
في”الهداية” (٢/٣٧٦) فإن اختارت نفسها في قوله اختاري كانت واحدة بائنة
وفي”بدائع الصنائع”(٤/٤٧٩) فصل في حكم الطلاق البائن…. هو نقصان عدد الطلاق وزوال الملك أيضا حتى لا يحل له وطؤها إلا بنكاح جديد…. ولا يحرم محرمة غليظة حتى يجوز له نكاحها من غير أن تتزوج بزوج آخر لأن ما دون الثلاثة وإن كان بائنا فإنه يوجب زوال الملك لا زوال حل المحلية
وفي”الهندية” (١/٤٤٦) رجل استكتب من رجل آخر إلى إمرأته كتابا بطلاقها وأقراه على الزوج فأخذه وطواه وختم وكتب في عنوانه وبعث به إلى إمراته فاتاها الكتاب وأقر الزوج أنه كتابه فإن الطلاق يقع عليها
وفي” فتاوى دار العلوم ديو بند” (١٠-١١/٣٧) سوال: ایک شخص نے اپنی زوجہ کو یہ اقرار نامہ لکھ دیا تھا کہ مسمات کو کسی طرح تکلیف نہ ہوگی اگر ہو تو مسمات کو اختیار ہے کہ وہ اپنا فیصلہ کرے اس کے بعد عورت نے شوہر کی مرضی کے خلاف کام کیا جس کی وجہ سے شوہر نے عورت کو مارا عورت فرار ہو کر والدین کے گھر چلی گئی اور عدالت میں دعوی کیا عدالت نے اقرارنامہ کی وجہ سے حکم طلاق دے دیا ہے اس حالت میں عورت اپنا نکاح دوسری جگہ کر سکتی ہے یا نہیں؟جواب: جب کہ شوہر نے ایسا اقرار نامہ لکھ دیا تھا اس کے موافق شرط کے پائے جانے پر عورت کو اختیار طلاق لینے کا ہے اور بعد عدت دوسری جگہ اس کا نکاح ہو سکتا ہے.انتهى، والله أعلم بالصواب