আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

জরুরি ঘোষণা: ঈদের দিন ও ঈদের পরের দিনগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে

জরুরি ঘোষণা: নিষেধাজ্ঞা প্রসঙ্গে
আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ, পোরশা, নওগাঁ।

এতদ্বারা জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাদরাসার পরিবেশ রক্ষার্থে মাদরাসার কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, বিশেষ করে ঈদের দিন ও ঈদের পরের দিনগুলোতে নারী-পুরুষের অবাধ চলাফেরা, ছবি তোলা এবং যে কোনো ধরনের গাড়ি পার্কিংসহ শরিয়তপরিপন্থী সকল কার্যকলাপ মাদরাসায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ সকল কার্যকলাপ থেকে প্রতিটি মুসলমানকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

পর্দা শরিয়তের অন্যতম ফরজ বিধান যা পালন করা প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য। মহান আল্লাহ তা’আলা পবিত্র গ্রন্থ আল-কুরআনে বর্ণনা করেছেন : وَقَرْنَ فِي بُيُؤْتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجُهِلِيَّةِ الْأَوْلَى

অর্থ: “তোমরা তোমাদের ঘরের ভেতরে থাক এবং অজ্ঞতার যুগের মতো প্রকাশিত হয়ো না”।

নির্দেশক্রমে জামি’আ কর্তৃপক্ষ

Scroll to Top