আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

অল্প অল্প করে যাকাত দেওয়া প্রসঙ্গে

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়া, পোরশা, নওগাঁ।
বিষয়:যাকাত প্রসঙ্গে।
প্রশ্ন: আস্সালামু আলাইকুম। আমি মোটামুটি একটা জব করি বেসরকারি। আমার কাছে কিছু স্বর্ণ গয়না আছে যার পরিমাণ দুই ভরির একটু বেশি ( যা বিবাহের জন্য ক্রয় করে রাখা ) আর যা বেতন পাই আমার সাংসারিক সকল চাহিদা পূরণ করে বছর শেষে ৫০ হাজার টাকা থেকে সর্ব্বোচ্চ ১ লাখ টাকা সেভ বা সঞ্চয় করতে পারি। এগুলো যাকাত হিসাব করে যদি আমি প্রতি মাসে ৫০০/১০০০ যখন যেমন সম্ভব কোন এতিম ছেলেকে যাকাতের নিয়তে দেই তাহলে কি যাকাত আদায় হবে ?
নিবেদক
মুহা: আব্দুর রহিম।
بسم الله الرحمن الرحيم،حامدا و مصليا و مسلما-
সমাধান: যাকাত ওয়াজিব হওয়ার পর যদি প্রতি মাসে অথবা সুবিধা অনুযায়ী কিছু কিছু করে টাকা যাকাত খাওয়ার যোগ্য কোন ব্যক্তিকে দিয়ে দেন তাহলেও যাকাত আদায় হয়ে যাবে।

الاحالة الشرعية على المطلوب
في” الدر المختار”(3/222) وشرط صحة أدائها ة مقارنة له أى للأداء ولو حكما أو مقارنة بعزل ما وجب كله أو بعضه
وفي” الهندية”(1/232) وأما شرط أدائها فنية مقارنة للأداء أو لعزل ما وجب  هكذا في الكنز
وفي ” البحر الرائق” (2/368) وشرط أدائها نية مقرنة للأداء ولعزل ما وجب
وفي “تبيين الحقائق” (2/17) وشرط أدائها نية مقرنة للأداء ولعزل ما وجب
وفي “حاشية الطحطاوى على مراقى الفلاح (715) وشرط صحة أدائها ة مقارنة لأدائها للفقير أو وكيله أو لعزل ما وجب ولو مقارة حكمية
وفي “مجمع الأنهر”(1/290) وشرط صحة أدائها أى كونها موداة نية لأنها عبادة مقصودة فلا تصح بدونها مقارة للأداء للفقير أو الوكيل ولو مقارة حكمية
وفی  فتاوی  محمو دیہ (14/149) وفی الجواب :تھوڑا تھوڑ ا   دینے سے بھی زکوۃ ادا ہو جاتی ہے– انتهى ، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

শেয়ার করুন !!
Scroll to Top