আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

পরীক্ষার শুরুর তারিখ ঘোষনা

শেয়ার করুন !!

এতদ্বারা সকল আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়ার সকল জামাত ও বিভাগের ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, তোমাদের বার্ষিক পরীক্ষা ২৭/০২/২৩ইং মোতাবেক ৬ই শাবান /১৪৪৪হিজরী রোজ: সোমবার সকাল : ৮.৩০ মিনিট থেকে শুরু হইবে এবং ২৭/০২/২৩ইং মোতাবেক ১৪ই শাবান /১৪৪৪হিজরী তারিখ রোজ: মঙ্গলবার শেষ হইবে ইনশা‘আল্লাহ।

অতএব, সময়ের প্রতি খেয়াল রেখে এবং রোটিন মোতাবেক নির্ধারিত সময় ও তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করার আহবান জানানো হইল।

ঘোষনায়
মুহতামিম সাহেব (দা:বা:)
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা, নওগাঁ।


শেয়ার করুন !!
Scroll to Top