এত দ্বারা আল জামি’আয় অধ্যয়নরত এবং ২০২৫-২৬ ঈসায়ী শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক নতুন-পুরাতন সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
১। হিফজ বিভাগ ও হিফজ প্রস্তুতি বিভাগে, ১লা রমযান মোতাবেক ২রা মার্চ, রোজ: রবিবার, সময়: সকাল ৯.৩০ মি. হতে নতুন-পুরাতন সকল ছাত্রদের ভর্তি নেওয়া হবে। ইনশা-আল্লাহ ।
২। নূরানী ও কিতাব বিভাগ ( জামাতে দাওয়াযদাহুম হতে তাকমীল) এবং তাখাসসুসাত পর্যন্ত, ৫ শাওয়াল মোতাবেক ৫ এপ্রিল, রোজ: শনিবার, সময়: সকাল ৯.৩০ মি. হতে সকল বিভাগে নতুন-পুরাতন ছাত্রদের ভর্তি নেওয়া হবে । ইনশা-আল্লাহ।
নতুন ছাত্রদের জন্য করণীয়
নতুন ছাত্রদের জন্য ভর্তির দিন সঙ্গে যা আনতে হবে:
১। নতুন ছাত্রদেরকে সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা জামি‘আর শুভাকাঙ্ক্ষী বা নির্ভরযোগ্য কোনো আলেমের প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে ।
২। অনলাইনকৃত জন্ম নিবন্ধন সনদপত্রের বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে আনতে হবে । অন্যথায় ভর্তি বিলম্বিত হবে। মিথ্যে বা বিকৃত তথ্য জমা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
৩। ছাত্রদের বয়স ১৫ বছরের কম হলে অভিভাবক সঙ্গে আনতে/আসতে হবে ।
৪। যথাসময় এবং যথাস্থান হতে নতুন ফরম সংগ্রহ করে অন্যান্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
পুরাতন ছাত্রদের করণীয়:
পুরাতন ছাত্রদের জন্য করণীয়:
১। পুরাতন ছাত্রদের কোনোরূপ ছবি, জন্ম নিবন্ধন বা অন্যান্য সনদের ফটোকপি সাঙ্গে আনার প্রয়োজন নেই ।
২ । যথাসময় এবং যথাস্থান হতে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে এবং অন্যান্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবশ্যকীয় ও পালনীয় নীতিমালা:
ভর্তি ইচ্ছুক নতুন বা পুরাতন ছাত্রদের জন্য আবশ্যকীয় ও পালনীয় নীতিমালা :
১. আচার-আচরণ, চাল-চলন, পোষাক- পরিচ্ছদে ইত্তেবায়ে সুন্নাত এর পাবন্দ হওয়া ।
২. আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়া। শরীআ পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত না হওয়া ।
৩. জামি‘আর আইনের পরিপন্থী ও জামি‘আর সুনাম নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে অংশ গ্রহণ না করা ।
৪. জামি‘আয় অধ্যয়নরত অবস্থায় প্রচলিত রাজনীতি ও আইন-শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না হওয়া ।
৫. জামি‘আর ক্যাম্পাসে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ও সাধারণ মোবাইল ফোন কাছে রাখা এবং ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ । অন্যথায় গুরুতর ব্যবস্থা গ্রহন করা হয় ৷
যোগাযোগ: ০১৭১৪-১১৪৬৯৩