আসছে আগামী ১৩ ও ১৪ই নভেম্বর/২০২২ইং তারিখ রোজ: রবিবার ও সোমবার ১০সালা দস্তারে ফযিলত মহাসম্মেলন উপলক্ষে আগামী ২৪শে অক্টোবর/২২ইং তারিখ রোজ: সোমবার সকাল :০৯ঘটিকায় অত্র জামি‘আয় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।উক্ত সভায় ২০১৩ইং থেকে ২০২২ইং পর্যন্ত যে সমস্ত ছাত্ররা হিফজ ও দাওরায়ে হাদীস পাশ করেছে তাদেরকে উক্ত মতবিনিময় সভায় নির্ধারিত তারিখে উপস্থিত হওয়ার জন্য আহবান করা যাইতেছে।
আহবানে
শাইখুল হাদীস ও মহাপরিচালক
আল্লামা আব্দুল্লাহ শাহ্ চৌধূরী(দা:বা:)