আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

বার্ষিক সভার ছুটির নোটিশ 2022-2023

শেয়ার করুন !!

বার্ষিক সভার ছুটির নোটিশ 2022-2023
নোটিশ ন ০৬

এত দ্বারা আল্-জামি’আ আল্-আরাবিয়া দারুল হিদায়াহ্’র সকল ছাত্র ও শিক্ষক মহোদয়গণকে জানানো যাচ্ছে যে, বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষ্যে ০৫ রবিউস সানি ১৪৪৪ হিঃ মোতাবেক ০১ নভেম্বর ২০২২ ইং রোজ মঙ্গলবার হতে ১৯ রবিউস সানি ১৪৪৪ হিঃ মোতাবেক ১৫ নভেম্বর ২০২২ ইং রোজ মঙ্গলবার পর্যন্ত সকল বিভাগের ক্লাস বন্ধ থাকবে এবং ২০ রবিউস সানি ১৪৪৪ হিঃ মোতাবেক ১৬ নভেম্বর ২০২২ ইং রোজ বুধবার হতে সকল বিভাগের ক্লাস যথারীতি আরম্ভ হবে ইনশা-আল্লাহ।

        অতএব, ২০ রবিউস সানি ১৪৪৪ হিঃ মোতাবেক ১৬ নভেম্বর ২০২২ ইং রোজ বুধবার যথাসময়ে অত্র জামি’আর সকল ছাত্র ও শিক্ষক মহোদয়গণের উপস্থিতি একান্তভাবে আবশ্যক।

বি. দ্র. ১৪ ই রবিউস সানি ১৪৪৪ হিঃ মোতাবেক ১০ নভেম্বর ২০২২ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ ঘটিকায় সকল বিভাগের ছাত্র ও শিক্ষকমহোদয়ের উপস্থিতি একান্তভাবে কাম্য। উক্ত তারিখে আবাসিক / অনাবাসিক যে কোন ছাত্র মাদরাসায় উপস্থিত না হলে ২০০ টাকা বোডিংয়ে জমা দিয়ে খানা খুলতে হবে।

আদেশক্রমে
মাওলানা মুহা. আব্দুল্লাহ শাহ চৌধুরী (দা.বা.)

মুহতামিম ও শাইখুল হাদীস)
আল্-জামি’আ আল্-আরাবিয়া দারুল হিদায়াহ পোরশা, নওগাঁ।

স্মরণিকার সমূহ


শেয়ার করুন !!
Scroll to Top