আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

তালাকের হুকুম কি?

শেয়ার করুন !!

প্রশ্নঃ তালাকের হুকুম কি?

উত্তরঃ তালাক মূলত বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার একটি প্রক্রিয়ার নাম। স্বামী স্ত্রীর সম্পর্ক রক্ষা করা যদি কোনভাবেই সম্ভব না হয়, পরস্পরের হক নষ্ট হওয়া ও জুলুমের আশঙ্কা হয় তখনই কেবল তালাক দেওয়া বৈধ। অতীব প্রয়োজন (যা শরীয়তে ওযোর বলে গণ্য) ছাড়া তালাক দেওয়া নাজায়েজ, গুনাহের কাজ।

অবশ্য, একথা মনে রাখতে হবে যে, প্রয়োজনে অপ্রয়োজনে যেকোনো সময় তালাক দিলে তা কার্যকর হয়ে যায়। তালাক কার্যকর হওয়া এক বিষয়, আর তালাক দেওয়ার কারণে গুনাহ হওয়া ভিন্ন বিষয়।

(1) في ” الهداية ” ان الاصل في الطلاق هو الحظر لما فيه من قطع النكاح الذي تعلقت به المصالح الدينية والدنيوية والاباحة للحاجة الى الخلاص وفي شرح الوقاية ويقع طلاق كل زوج عاقل بالي حر و عبد ولو سكران

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ, আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ – পোরশা, নওগাঁ ।


শেয়ার করুন !!

উন্নয়ন বিভাগ - জামি'আ

Scroll to Top