আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

জমির উত্তরাধিকার-সহোদর বোনেরা জমির উত্তরাধিকার হওয়া প্রসঙ্গে

শেয়ার করুন !!

প্রশ্নঃ কারো ১ স্ত্রী ও তিন কন্যা সন্তান আছে , পুত্র নেই ,দুই সহোদরা বোন আছে , যেহেতু ছেলে নাই , তাই তার সম্পত্তির ১/৮ অংশ স্ত্রী , ২/৩ অংশ কন্যারা পাবে , কিন্তু বাকি অংশ কি সহোদরা বোনেরা পাবে নাকি তার চাচা/চাচাতো ভাইরা পাবে ?


প্রশ্নকারীঃ মোঃ মাহমুদুল হাসান

بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما

  উত্তর: প্রশ্নোক্ত  ক্ষেত্রে স্ত্রী ও তিন কন্যাকে সম্পত্তি দেয়ার পর অবশিষ্ট সম্পদ সহোদরা বোনেরা পাবে । এক্ষেত্রে চাচা/চাচাতো ভাইরা সম্পত্তি পাবে না।

الاحالة الشرعية على المطلوب

وفي “السراج في الميراث” (21) أما العصبية بنفسه و هم أربعة أصناف جزء الميت واصله وجوزء أبيه وجزء جده الأقرب فالأقرب يرجحون بقرب الدرجة-(১)

وفي ”السراجية ”(25 ) الاخوات لاب وام الثلثان للاثنتين فصاعدة ولهن الباقي مع البنات او بنات الإبن لقوله عليه السلام إجعلوا الأخوات مع البانات عصبة – (২)

وفي ”السراجية ”(18 ) اما العصبة مع غيره فكل أنثي تصير عصبة مع أنثي أخري كالأخت مع البنت- (৩)

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ, আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ – পোরশা, নওগাঁ ।


শেয়ার করুন !!

উন্নয়ন বিভাগ - জামি'আ

Scroll to Top