আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

কিয়ামতের আলামত এবং কেয়ামতের আগে কি ঘটবে?

প্রশ্নকারীঃ মোঃ ওয়েছকুরুনী

প্রশ্নঃ কিয়ামতের আলামত সমূহ এবং কেয়ামতের আগে কি ঘটবে এ বিষয়ে জানতে চাই।

بسم الله الرحمن الرحيم

উত্তরঃ কিয়ামতের ছোট বড় অনেক আলামত রয়েছে ; এর মধ্যে ছোট আলামতগুলোর কিছু আলামত নিম্নে উল্লেখ করা হলো: হযরত আলী (রাঃ) হতে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইাহি ওয়াসাল্লাম বলেন , কিয়ামতের আলামতসমূহের মধ্যে হলোঃ

(১) মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে ।

(২) আমানতের সম্পদকে গনিমতের মত মনে করবে অর্থাৎ কাফের থেকে জিহাদের মাধ্যমে অর্জিত সম্পদের মত হালাল মনে করবে;

(৩)স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে

(৪)সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করবে

(৫)বন্ধুর সাথে সদাচারণ করবে

(৬) পিতার সাথে নির্দয় ব্যবহার করবে

(৭) মসজিদে উঁচু আওয়াজে কথা বলবে

(৮)সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা গোত্রের প্রধান হবে

(৯) মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টের ভয়ে

(১০) মদ্যপায়ীরা প্রকাশ্যে মদ পান করবে

(১১) মানুষ রেশমের পোশাক পরবে

(১২) খেল- তামাশার বস্তু এবং নাচ-গানের প্রথা বেড়ে যাবে

(১৩) এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের তিরস্কার করবে। (তিরমিযী শরীফ হাদীস নং- ২২১০)

এছাড়াও আরো অন্যান্য হাদীসে এসেছেঃ

(১৪)জেনাকারীদের সংখ্যা বৃদ্ধি পাবে

(১৫) এলমে দ্বীন অর্জন করবে দুনিয়ার স্বার্থে

(১৬) লোকজন পরস্পর দেখা হলে সালামের পরিবর্তে গালি দিবে

(১৭) মিথ্যা বলা মানুষের গুণে পরিণত হবে

(১৮) শরম-লজ্জা একেবারেই উঠে যাবে

(১৯) লোকদের মাঝ হতে দ্বীনদারী ও আমানতদারী উঠে যাবে

(২০) পাপিষ্ঠ লোকেরা এলেম অর্জন করবে

(২১) জুলুম-অত্যাচার এই পরিমাণ বাড়বে যে, তা থেকে বাঁচা মুশকিল হবে

(২২) অযোগ্য লোকদের ক্ষমতায় বসানো হবে।

বড় আলামতের কিছু আলামত নিম্নে উল্লেখ করা হলোঃ

(১) ইমাম মাহদীর আগমন

(২) হযরত ইসা আ: এর আগমন

(৩) দাজ্জালের আবির্ভাব

(৪) ইয়াজুয মা-জুযের আত্মপ্রকাশ।

الإحا لة الشرعية على المطلواب

** اخر غاج الامام الترمذي في سننه عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فعلت امتي 15 خصلة  جعل بها البلاء قيل وما هي يا رسول الله قال اذا كان الغنم دولا والامانه مغنما والزكاه مغرما واطاع الرجل زوجه  وعق امه وبر صديقه وجفااباه وارتفعت الصوات في المساجد وكان زعيم القوم ارزلهم واتخذت القيام والمعازف والعن اخر هذه الامة اولها 

(برقم 2210)

—————————————————————————-

 ** اخرج الامام الترمذي في سننه عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذهب الدنيا حتى يملك العرب رجل من اهل بيتى يواطئ اسمه اسي (برقم2230)

—————————————————

**وفی “جامع الفتوی”(2\238) قیامت کی علامت صغری کے متعلق حضرت علی رضی اللہ تعالی عنہ سے روایت ہے کہ پیغمبر خدا صلی اللہ علیہ وسلم نے فرمایا (۱) جب حکا میں زمین اور مل کے مکان حصول کو اپنی ذاتی دولت بنائی یعنی اس کو مصرف شرعی میں خرس نہ کرے (۲) زکوۃ کو بطور تعاون کے ادا کرے(۳) لوگ امانت کو مال غنیمت کی طرح جو کفار سے جہاد میں حاصل کیا جاتا ہے حلال او طیب سمجھے (۴) شوہر اپنی بیوی کی بے جا اطاعت کرے۔ (۵) اولاد والدین کی نافرمانی اور بہت لوگوں سے دوستی کرے (۶) عالم دین حصول دنیا کی غرض سے سکھ کھا جائے (۷) ہر قبیلے وہ قوم میں ایسی لوگ سردار بن جاوے جو ان میں سب سے زیادہ کمینے بد اخلاق لالچی ہوں

(۸) انتظامات ایسی شخص پر سفرد کی جائے جو ان کے لائق نہ ہوں (۹) نقصان کے دوڑ کی وجہ سے اسی ادمی کی تعظیم و تکریم کی جاوے جو خلاف شرع۰(۱۰) شراب خری خلا ہونے لگے  والله اعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ, আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ – পোরশা, নওগাঁ ।

Scroll to Top