ফজরের জামাতের পূর্বে সুন্নত নামাজ পড়ার সময় না পেলে জামাতে নামাজ পড়ার পর সুন্নত নামাজ কখন পড়া যাবে জানিয়ে বাধিত করিবেন
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। ফতোয়া বিভাগ এ আপনাকে স্বাগতম! মাসয়ালা-মাসায়েল কিংবা ফতোয়া সংক্রান্ত যেকোন প্রশ্ন করতে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং পাঠিয়ে দিন আপনার কাঙ্খিত প্রশ্নটিই।
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড হারিয়েছেন? আপনার ইমেইল ঠিকানা লিখুন. আপনি একটি লিঙ্ক পাবেন এবং ইমেলের মাধ্যমে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করবেন।
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
بسم الله الرحمن الرحيم ة প্রশ্নোক্ত ক্ষেত্রে সূর্য উদয়ের পর থেকে দুপুরের আগ পর্যন্ত সময়ের মধ্যে ফজরের সুন্নত আদায় করা যাবে। কারণ হাদীস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের দুই রাRead more
بسم الله الرحمن الرحيم ة প্রশ্নোক্ত ক্ষেত্রে সূর্য উদয়ের পর থেকে দুপুরের আগ পর্যন্ত সময়ের মধ্যে ফজরের সুন্নত আদায় করা যাবে। কারণ হাদীস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন, যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের দুই রাকাত সুন্নত ছুটে যেত তখন তিনি সূর্যোদয়ের পর রাকাত দুটি আদায় করে নিতেন। (ইবনে মাজাহ 1155, সহীহ ইবনে হিব্বান ২৪৭২) তবে ফজরের জামাত শেষ হওয়ার পর সূর্যোদয়ের আগে ওই সুন্নত আদায় করা যাবে না, যা অনেকে করে থাকে। কারণ তা হাদিস সম্মত নয়। কেননা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত যেকোনো নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। যা বহু সংখ্যক সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এবং ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করেছেন। (সহিহ বুখারি ৫৮৪, ৫৮৮, সহীহ মুসলিম ৮২৫) (রদ্দুর মুহতার ২/৫১২)والله أعلم
See less