আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। ফতোয়া বিভাগ এ আপনাকে স্বাগতম! মাসয়ালা-মাসায়েল কিংবা ফতোয়া সংক্রান্ত যেকোন প্রশ্ন করতে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং পাঠিয়ে দিন আপনার কাঙ্খিত প্রশ্নটিই।
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
আপনার পাসওয়ার্ড হারিয়েছেন? আপনার ইমেইল ঠিকানা লিখুন. আপনি একটি লিঙ্ক পাবেন এবং ইমেলের মাধ্যমে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করবেন।
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
খাওয়ার পরে মিষ্টি খাওয়ার বিধান কি
بسم الله الرحمن الرحيم স্বাভাবিক খাদ্যের অংশ হিসেবে খাওয়ার পর মিষ্টি খাওয়া জায়েজ। তবে খাওয়ার পর মিষ্টি খাওয়া কে সুন্নত মনে করা বা ফজিলতের কাজ মনে করা ঠিক নয়। কারণ এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। (ফতোয়া মাহমুদিয়া 27/37 ,ফতোয়া দারুল উলুম জাকারিয়া ৬/৫৩৬) والله أعلم
بسم الله الرحمن الرحيم স্বাভাবিক খাদ্যের অংশ হিসেবে খাওয়ার পর মিষ্টি খাওয়া জায়েজ। তবে খাওয়ার পর মিষ্টি খাওয়া কে সুন্নত মনে করা বা ফজিলতের কাজ মনে করা ঠিক নয়। কারণ এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। (ফতোয়া মাহমুদিয়া 27/37 ,ফতোয়া দারুল উলুম জাকারিয়া ৬/৫৩৬) والله أعلم
See lessফজরের সুন্নত নামায প্রসংগে
بسم الله الرحمن الرحيم ة প্রশ্নোক্ত ক্ষেত্রে সূর্য উদয়ের পর থেকে দুপুরের আগ পর্যন্ত সময়ের মধ্যে ফজরের সুন্নত আদায় করা যাবে। কারণ হাদীস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের দুই রাRead more
بسم الله الرحمن الرحيم ة প্রশ্নোক্ত ক্ষেত্রে সূর্য উদয়ের পর থেকে দুপুরের আগ পর্যন্ত সময়ের মধ্যে ফজরের সুন্নত আদায় করা যাবে। কারণ হাদীস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন, যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের দুই রাকাত সুন্নত ছুটে যেত তখন তিনি সূর্যোদয়ের পর রাকাত দুটি আদায় করে নিতেন। (ইবনে মাজাহ 1155, সহীহ ইবনে হিব্বান ২৪৭২) তবে ফজরের জামাত শেষ হওয়ার পর সূর্যোদয়ের আগে ওই সুন্নত আদায় করা যাবে না, যা অনেকে করে থাকে। কারণ তা হাদিস সম্মত নয়। কেননা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত যেকোনো নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। যা বহু সংখ্যক সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এবং ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করেছেন। (সহিহ বুখারি ৫৮৪, ৫৮৮, সহীহ মুসলিম ৮২৫) (রদ্দুর মুহতার ২/৫১২)والله أعلم
See lessহাদীস এর সত্যতা যাচাই
بسم الله الرحمن الرحيم উপরোক্ত বক্তব্যটি লোকমুখে হাদীস হিসেবে ব্যাপক প্রচলিত হলেও আসলে এটি কোন হাদিস নয়। হাদিস বিশেষজ্ঞরা এ ব্যাপারে একমত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে উক্ত বক্তব্যের সামান্যতম সম্পর্কও নেই । বরং এটি একটি ভিত্তিহীন বRead more
بسم الله الرحمن الرحيم উপরোক্ত বক্তব্যটি লোকমুখে হাদীস হিসেবে ব্যাপক প্রচলিত হলেও আসলে এটি কোন হাদিস নয়। হাদিস বিশেষজ্ঞরা এ ব্যাপারে একমত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে উক্ত বক্তব্যের সামান্যতম সম্পর্কও নেই । বরং এটি একটি ভিত্তিহীন বর্ণনা।(রিসালাতুল মাউযুয়াত: 6, তাজকিরাতুল মাউযুয়াত: ৮৬ , আল মাসনু: 150) তাই এ ধরনের বক্তব্য থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ আল্লাহ্ তাআলা এই দুনিয়া ও সমগ্র জগতকে কেন সৃষ্টি করেছেন তা ওহী ছাড়া জানার কোন উপায় নেই। ওহী শুধু কোরআন ও হাদীসেই সীমাবদ্ধ। কাজেই যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত কিংবা সহিহ হাদিসের মাধ্যমে এ কথা প্রমাণিত না হবে যে, একমাত্র তার খাতিরেই সবকিছু সৃষ্টি করা হয়েছে ততক্ষণ পর্যন্ত এই আকিদা রাখার কোন সুযোগ নেই। অথচ জানা কথা যে, এটি কোরআন মাজিদের কোন আয়াত কিংবা কোন সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়। মূলত এ কথাটি বিভিন্ন জাল বর্ণনার ভিত্তিতে সাধারণ মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করে।( ফাতাওয়া আজিজিয়া ২/১২৯, ফাতাওয়া মাহমুদিয়া ১/৭৭)والله اعلم
See lessফজরের জামাত শুরু হয়ে গেলে এখন আমি ফজরের দুই রাকাত সুন্নত পড়তে পারবো কি বিস্তারিত জানাবেন
بسم اللہ الرحمن الرحیم ফজরের সুন্নত অধিকতর গুরুত্বপূর্ণ সুন্নত ।এর আদায়ের ব্যাপারে হাদিসে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের দুই রাকাত সুন্নত কখনোই ছেড়ে দেননি এবং অন্যদেরকেও ছেড়ে দিতে নিষেধ করেছেন। হাদRead more
بسم اللہ الرحمن الرحیم ফজরের সুন্নত অধিকতর গুরুত্বপূর্ণ সুন্নত ।এর আদায়ের ব্যাপারে হাদিসে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের দুই রাকাত সুন্নত কখনোই ছেড়ে দেননি এবং অন্যদেরকেও ছেড়ে দিতে নিষেধ করেছেন। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা ফজরের পূর্বের দুই রাকাত কে ছেড়ে দিও না, যদিওবা সৈন্যবাহিনী তোমাদেরকে তাড়া করে। মুসনাদে আহমদ (9253)। আরেকটি হাদীসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা বলেনঃ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে অন্য কোন নফলের প্রতি এত গুরুত্ব দিতে দেখিনি যেমনটি ফজরের পূর্বের দুই রাকাতের জন্য দেখেছি। সহিঃ মুসলিম (1720) তাই ফজরের দুই রাকাত সুন্নত নামাজ জামাত শুরু হওয়ার আগে যদি আদায় করা না হয় এবং দ্রুত সুন্নত আদায় করে ইমামের সাথে শেষ রাকাতে এমনকি তাশাহুদে শরিক হওয়ারও প্রবল সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সুন্নত আদায় করে নেওয়াই বাঞ্ছনীয়। আব্দুল্লাহ ইবনে আবী মুসা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা’আলা আনহু মসজিদে প্রবেশ করলেন এমতাবস্থায় যে, ইমাম ফজরের নামাজ পড়াচ্ছেন। তখন তিনি জামাতে শরিক না হয়ে প্রথমে ফজরের দুই রাকাত সুন্নত আদায় করলেন। শরহু মাআনিল আছার (2158) অবশ্য সুন্নত নামাজ জামাত থেকে দূরে ভিন্ন স্থানে যেমন বারান্দায় বা দেওয়ালের আড়ালে পড়বে। জামাতের কাছাকাছি বা কাতারে দাঁড়িয়ে আদায় করবে না। আর যদি সুন্নত আদায় করতে গেলে ইমামের সাথে তাশাহুদ পাওয়ার সম্ভাবনাও না থাকে তাহলে সুন্নত না পড়ে সরাসরি জামাতে শরিক হয়ে যাবে । এক্ষেত্রে সূর্যোদয়ের পর থেকে দুপুরের আগ পর্যন্ত সময়ের মধ্যে ওই সুন্নত আদায় করে নেওয়া ভালো। আল বাহরুর রায়েক (2/73) , ফতোওয়া হিন্দিয়া, (1/120) রদ্দুল মুহতার (2/56) والله أعلم بالصواب
See lessকুরবানী দেওয়ার পর প্রাপ্ত গোশত বিক্রি করার বিক্রি করা প্রসঙ্গে
না, কুরবানীর গোশত বিক্রয় যোগ্য পণ্য নয় ।যদি কেউ কুরবানীর গোশতের কোন অংশ বিক্রি করে তাহলে সম্পূর্ণ টাকাটাই গরীবদের মাঝে ছদকা করে দিতে হবে।
না, কুরবানীর গোশত বিক্রয় যোগ্য পণ্য নয় ।যদি কেউ কুরবানীর গোশতের কোন অংশ বিক্রি করে তাহলে সম্পূর্ণ টাকাটাই গরীবদের মাঝে ছদকা করে দিতে হবে।
See lessএকটি গরু সাত ভাগে কুরবানী দেওয়ার বিধান কি
প্রশ্নোক্ত পদ্ধতিতে কারো কুরবানির সহি হবে না ।কারণ একটি কোরবানিতে সর্বোচ্চ সাতজন শরিক হতে পার। আর প্রশ্নোক্ত ক্ষেত্রে মূলত 7 জনের অধিক শরিক হয়ে যাচ্ছে ।
প্রশ্নোক্ত পদ্ধতিতে কারো কুরবানির সহি হবে না ।কারণ একটি কোরবানিতে সর্বোচ্চ সাতজন শরিক হতে পার। আর প্রশ্নোক্ত ক্ষেত্রে মূলত 7 জনের অধিক শরিক হয়ে যাচ্ছে ।
See lessজমি কট বন্ধক রাখা প্রসঙ্গে
সমাজে প্রচলিত জমি বন্ধকের যে নিয়মটি রয়েছে এতে জমির মালিক ঋণের টাকা যতদিন পরিশোধ করতে না পারে ততদিন পর্যন্ত টাকাওয়ালা জমি ভোগ করতে থাকে। জমি বন্ধকের উক্ত পদ্ধতিটি শরীয়তে বৈধ নয়। কারণ ঋণ দিয়ে তা থেকে লাভবান হওয়া নাজায়েজ ,সুদের অন্তর্ভুক্ত। হাদীস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লRead more
পদ্ধতিতে লেনদেন করতে চাইলে প্রচলিত বাজারদরের সাথে মিল রেখে জমির বাৎসরিক ভাড়ার পরিমাণ ও সময়সীমা নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে জমির মালিকের বেশি টাকার প্রয়োজন হলে ভাড়া গ্রহীতার কাছ থেকে কয়েক বছরের অগ্রিম ভাড়াও গ্রহণ করতে পারবে। আর পরবর্তীতে চুক্তি অনুযায়ী জমির ভাড়া বাবদ প্রতি বছর টাকা কর্তিত হবে এবং টাকা কর্তনের ক্ষেত্রে অবশ্যই বাজারদরের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে। বার্ষিক ভাড়া বাবদ নামমাত্র 500 বা 1000 টাকা কর্তন করলে কারবারটি বৈধ হবে না। এভাবে চুক্তির মেয়াদ শেষ হলে জমির মালিক জমি ফেরত পাবে। ভাড়া গ্রহীতা কোন টাকা ফেরত পাবে না। তবে যদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই উভয়ের সম্মতিতে চুক্তি ভেঙ্গে ফেলতে চায় তাহলে সে অনুপাতে ভাড়া গ্রহীতাকে ভাড়া ফেরত দিতে হবে। হেদায়া (4/522)আদ্দুররুল মুখতার(7/395) মাজমাউল আনহুর (4 /273)
ওযু করার পূর্বে মেসওয়াক করার বিধান কি
ওযুর পূর্বে মেসওয়াক করা সুন্নত।
ওযুর পূর্বে মেসওয়াক করা সুন্নত।
See lessফরজ গোসলে নাকে পানি দিতে ভুলে গেলে কি করনীয় পুনরায় গোসল করতে হবে কিনা
শুধু নাকে পানি দিলেই যথেষ্ট ।পুনরায় গোসল করতে হবে না।
শুধু নাকে পানি দিলেই যথেষ্ট ।পুনরায় গোসল করতে হবে না।
See less