আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

চোরাই ফোন ক্রয় করার বিধান প্রসঙ্গে।

( ফতোয়া ও মাস‘আলা-মাসায়েল : পোস্ট কোড: 18704 )

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: চোরাই ফোন ক্রয় করার বিধান প্রসঙ্গে।
প্রশ্ন: বর্তমানে ভারত থেকে স্মাগলিং বা চোরাই পথে মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য আসে। এগুলো বাংলাদেশে নিয়ে এসে অনেক কম দামে বিক্রয় করে থাকে। এ কারণে মানুষ এখন এদের থেকেই বেশির ভাগ মোবাইল ফোন ক্রয় করে থাকে। এখন আমার জানার বিষয় হলযে,স্মাগলার বা চোরা কারবারিদের থেকে ফোন ক্রয়ের বিধান কি? শরয়ী সমাধান জানাবেন।
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: চোরাই কারবারীদের থেকে মোবাইল ক্রয়ের ক্ষেত্রে যদি মিথ্যা বা অন্য কোন গুনাহের সাথে সম্পৃক্ত না হতে হয় তাহলে ক্রয় করা জায়েয আছে। তবে এই ব্যবস্যা যেহেতু সরকারের পক্ষ থেকে বৈধ নয় সে ক্ষেত্রে সরকারী  আইনী জঠিলতায় পড়ার আশংকা থাকে। তাই এ ধরণের ক্রয়-বিক্রয় থেকে বেঁচে থাকাই শ্রেয়।

الإحالة الشرعية على المطلوب
في”شرح المجلة”(3\132) 1192- كل يتصرف في ملكه كسف شاء. 1197- لا يمنع احد من التصرف في ملكه ابدا أذا كان ضرره بغيره
في “الدر المختار” (2\172) تجب طاعة الإمام فيما ليس بمعصية
في”الدر المختار”(5\167) لان طاعة امر السلطاان بمباح واجبة
فی”فتاوی عثمانی”(2\88) سوال: اسمگلنگ کی گھریاں جو آدھی قیمت پر فروخت کی جاتی ہیں، ان کی خرید کیسی ہے ؟ جواب: اگر ان گھریوں کی خرید میں چھوٹ بولنا یا کسی اور گناہ کا ارتکاب نہ کرنا پڑے تو خریدنا جا‏ئز ہے
فی”فتاوی رحیمیہ”(9\222) الجواب: اگر وہ مال نجس، ممنوع الاستعمال، اور ممنوع البیع نہ ہو اور مالک سے خریدا ہو تو اس کی تجارت فی نفسہ حلال ہے، لیکن چونکہ حکومت کے قانون کے حلاف ہے اور مجرم سزا کا مستحق اور ذلیل ہوتا ہے اور اپنے آپ کو ذلیل کرنا جائز نہیں ہے اس لۓ ایسا معاملہ اختیار نہ کیا جاۓ —–..انتهى، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

Fatwa ID: 18704
Scroll to Top