আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

প্যাকেট জাত পণ্য ওজন ছাড়া ক্রয় বিক্রয়ের বিধান প্রসঙ্গে।

( ফতোয়া ও মাস‘আলা-মাসায়েল : পোস্ট কোড: 18590 )

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: প্যাকেট জাত পণ্য ওজন ছাড়া ক্রয় বিক্রয়ের বিধান প্রসঙ্গে।
প্রশ্ন: সম্মানিত মুফতী সাহেব! আমাদের সমাজে বহুল প্রচলিত ক্রয়-বিক্রয়ের একটি পদ্ধতি হল ক্রেতা বিক্রেতার কাছে এক কেজি আটা চাইলে বিক্রেতা তাকে এক কেজি আটার একটি প্যাকেট দেয়। ক্রেতার তার মূল্য পরিশোধ করে। ক্রেতা বা বিক্রেতা কেউ নতুন করে আর ওজন করে না। আমার জানার বিষয় হল, এভাবে কি ক্রয় বিক্রয় শুদ্ধ হচ্ছে? না কি পুনরায় ওজন করতে হবে। শরীয়ত মোতাবেক সঠিক ফায়সালা জানাবেন।
নিবেদক
মুহা.আব্দুল্লাহ
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: প্রশ্নে বর্ণিত পন্থায় ক্রয়-বিক্রয় বৈধ হবে। নতুন করে আর ওজন করার প্রয়োজন নাই। কেননা, ক্রেতা-বিক্রেতা উভয়ের উদ্দেশ্য থাকে ঐ প্যাকেটটি। এছাড়া সামাজিকভাবেও প্যাকেটটিকে ওজনের স্থলাভিষিক্ত হিসেবে গণ্য করা হয়।

الإحالة الشرعية على المطلوب
في “اعلاء السنن”(14\238) و قال عطاء يجوز بيعه بالكيل مطلقا
في “الهداية”(3\75) و بخلاف ما إذا باع مزارعة لأن الزيادة له إذا الزرع وصف في الثوب
في “عطر هداية” (179)    ایسے برتن یا بوریاں یا ڈتے جن کا وزن متعین اور معلوم ہے ان میں دوبارہ وزن کی ضرورت نہیں ہے کیونکہ ہرظرف (برتن) اصطلاحی کیل ہے۔ مسئلہ: ہزار من گندم کو دو لاکھ روپے میں خریدا ہور فی بوری دو منن گندم ہے‏، تو پانچ سو بوریاں گن لینا کافی ہے یوں سمجھا جا‌ۓ گا کہ فی بوری کی قیمت 400۔ روپے ہے اگر بوریایوں میں کمی ثابت ہو جا‌‎ۓ تو جتنی کم نکلے اتنا با‏ئع سے وصول کر سکتاہے
فی”احسن الفتاوی”(6\499)  آجکل متعدد چیزیں مختلف اوزان کے ڈبوں اور سیۓ ہو‌ۓ پیکٹوں میں بند رکھی ہوتی ہیں، گاہک دکاندار سے کہتا ہے کہ فلاں چیز ایک سیر دیدو، وہ ایک سیر کا ڈبہ یا پیکٹ اٹھا کر دے دیتاہے نہ دوکاندار جود تول کر دیتا ہے اور نہ وہ ؛ گاہک کو اس طرح ڈبوں اور پیکٹوں میں مال خریدنا اور بیچنا جا‏ئز ہے یا نہیں؟  الجواب: با‏ئع و مشتری دونوں کا مقصد وہ خاص ڈبہ اور لفافہ ہوتا ہے اس پر لکھا ہوا وزن بیع میں مشروط نہیں ہوتا اس لۓ بدون وزن کۓ اس میں تصرف جائز ہے—–.انتهى، والله أعلم بالصواب.

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

Fatwa ID: 18590
Scroll to Top