আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

খোলা তালাক প্রসঙ্গে।

( ফতোয়া ও মাস‘আলা-মাসায়েল : পোস্ট কোড: 18246 )

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: খোলা তালাক প্রসঙ্গে।
প্রশ্ন:আমাদের এক মেয়ে আছে।সে(স্ত্রী)নানান অজুহাত দেখিয়ে আমার থেকে আলাদা হয়েছে।তারপর দুই পরিবার এক হয়ে আমাদের মাঝে খোলা তালাক হয়। এখন সে আবার আমার কাছে আসতে চায়।তো এখন আমার কি করণীয় ? আমরা কি আবার দু’জনে এক হতে পারব ?
নিবেদক
মুহা.শিহাব
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: খোলা তালাকের কারণে সাধারণত এক তালাকে বায়েন কার্যকর হয়। সুতরাং খোলা তালাকের পর স্বামী স্ত্রী যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান এবং তিন তালাকের উপর যদি খোলা না করে থাকেন,তাহলে এক্ষেত্রে নতুন করে মোহর ধার্য করে দু’জন উপযুক্ত সাক্ষীর সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে।
প্রকাশ থাকে যে আপনারা যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে আপনি পরবর্তীতে শুধু অবশিষ্ট তালাকের অধিকারী থাকবেন। তাই ভবিষ্যতে তালাক প্রদানের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে।
আর যদি তিন তালাকের উপর খোলা করে থাকেন অথবা তিন তালাক প্রদান করে থাকেন, তাহলে এক্ষেত্রে পুনরায় একসাথে ঘর সংসার করতে চাইলে স্ত্রীর ইদ্দত শেষে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এরপর দ্বিতীয় স্বামী সহবাস করার পর কোন কারণে তালাক দিলে অথবা স্বামী মারা গেলে তার ইদ্দত শেষ করার পর উভয়ে রাযি থাকলে নতুন করে মোহর ধার্য করে দু’জন উপযুক্ত সাক্ষীর সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।

الاحالة الشرعية على المطلوب-
في”قاضيخان”(٧/٢٣٩) لأن قوله: خالعتك من الكنايات وفي غيره من الكنايات يقع واحدة بائنة
وفي”التاتارخانية”(٥/٥) وإذا تشاق الزوجان وخافا أن لا يقيما حدود الله تعالى فلا بأس بأن تفتدي نفسها منه بمال يخلعها وفي”الزاد” وإذا فعل ذلك وقع بالخلع تطليقة بائنة ولزمهاالمال
وفيه أيضا (٥/٦) قال علماؤنا: الخلع طلاق بائن ينتقض به عدد الطلاق
وفي” الهندية”(١/٥٤٨) وحكمه : وقوع الطلاق البائن
وفي” فتاوي دارالعلوم ديو بند”(١٠/١٨٣) سؤال: سعطاء محمد نے اپنی زوجہ مسمات جمی سے بعوض مبلغ پچاس روپیہ زر مہر کے خلع کر لیا اور مسمات کو طلاق دیدی اس صورت میں کون سی طلاق واقع ہوئی؟ جواب: اس صورت میں طلاق بائنہ مسمات جمی زوجہ عطاء محمد پر واقع ہو گئی ہے..انتهى، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

Fatwa ID: 18246
Scroll to Top