আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

হালাল হারাম প্রসঙ্গে

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়া, পোরশা, নওগাঁ।
বিষয়:হালাল হারাম প্রসঙ্গে।
প্রশ্ন: ট্রেনে যারা এটেনডেন্স (টি টি) থাকে তাদের বসার জন্য একটা এক্সট্রা সিট থাকে। জানার বিষয় হল, তারা কি তাদের সিটে কোন যাত্রীকে টাকার বিনিমেয়ে বসিয়ে গন্তব্যে নিয়ে যেতে পারবে? শরীয়ার দৃষ্টিকোণ থেকে জানাবেন।
নিবেদক
মুহা: মুস্তাকিম।
بسم الله الرحمن الرحيم،حامدا و مصليا و مسلما-
সমাধান: যে যাত্রী ট্রেনের টিকিট ক্রয় করেনি এ ধরনের যাত্রীকে টি টি টাকার বিনিময়ে তার সিটে বসিয়ে কোথাও নিয়ে যেতে পারবে না। কেননা সেই যাত্রী ট্রেন সফরের মূল ভাড়া আদায় করেনি। কোন টি টি যদি এধরনের কাজ করে থাকে তাহলে উক্ত টাকা রেল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। আর যদি কোন যাত্রী ট্রেনের টিকিট ক্রয় করেছে কিন্তু সিট পায়নি এবং তার জন্য সিটের কোন বরাদ্দও নেই তাহলে সেক্ষেত্রে টি টি চাইলে অতিরিক্ত অর্থের বিনিময়ে তাকে তার সিটে বসার ব্যবস্থা করে  দিতে পারে।

الاحالة الشرعية على المطلوب
في “رد المحتار”(9/291) لا يجوز التصرف في مال غيره بلا اذنه ولا ولايته
وفي “الاشباه والنظائر(2/98) لا يجوز التصرف في مال غيره بغير اذنه
وفي “شرح المجلة”(رقم المادة 96) لا يجوز لأحد أن يتصرف في ملك غيره بلا إذنه أووكالة منه
وفي”الهندة” (4/374) ومنها أن يكوم مملوكا للواهب فلاتجوز هبة مال الغير إذنه لإستحالته تمليك ما ليس بمملوك للواهب
وفی کتاب النوازل(12/463) وفی الجواب: سرکاری تیل نکال کر یا سواری بیٹھا کر کرایہ وصول کرنا سر کار کی چوری ہے جس کی اجازت نہیں ہے بڑے افسر کے اجازت دینے سے  بھی یہ آمدنی حلال نہ ہوگی کیونکہ یہ افسر کی ملکیت نہیں بلکہ حکومت کی ملکیت ہے– انتهى ، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

শেয়ার করুন !!
Scroll to Top