আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

টাকা চুরি প্রসঙ্গে

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়া, পোরশা, নওগাঁ।
বিষয়: টাকা চুরি প্রসঙ্গে।
প্রশ্ন: আমার বর্তমান বয়স ২০ বছর আমি প্রায় ৯ থেকে ১০ বছর পূর্বে কিছু টাকা চুরি করেছি, আমি তখন নাবালেগ ছিলাম, আমার এখন মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল যে, আমার এখন করণীয় কি? আর যদি কেউ বালেগ অবস্থায় চুরি করে তাহলে তার করণীয় কি? বিস্তারিতভাবে জানালে খুব উপকৃত হব।
নিবেদক
মুহা: আব্দুল্লাহ
بسم الله الرحمن الرحيم،حامدا و مصليا و مسلما-
সমাধান: প্রশ্নোক্ত ক্ষেত্রে চুরিকৃত টাকা চাই তা নাবালেগ অবস্থায় চুরি করা হোক অথবা বালেগ অবস্থায় চুরি করা হোক সকল টাকা আপনাকে মূল মালিকের কাছে ফেরত দিতে হবে। আর যদি মালিক মারা যায় তাহলে তার ওয়ারিশদের কাছে পৌঁছে দিতে হবে। তবে যদি মূল মালিকের কথা স্মরণ না থাকে বা পৌঁছানো সম্ভবপর না হয় তাহলে মালিকের পক্ষ থেকে তা গরিবদের মাঝে সদকা করে ‍দিতে হবে।

الاحالة الشرعية على المطلوب
في “رد المحتار”(6/137) فخرج بالتكليف الصبى والمجنون الى قوله لكنهما يضمنان المال
وفي”البحرالرائق”(5/83) فخرج بالتكليف الصبى والمجنون الى قوله لكنهما يضمنان المال
وفي”الدر المختار”(7/292) والأصل أن المستحق بجهة إذا وصل إلى المستحق بجهة أخرى اعتبر واصلا بجهة مستحق إن وصل إليه من المستحق عليه وإلا فلا
وفي” مجمع الأنهر”(4/99) ولو اطعم الغاصب المغصوب مالكه برئ وإن لم يعلمه لوصوله عين ماله إليه
وفي “رد المحتار”(5/553) لأن سبيل الكسب الخبيث التصدق إذا تعذرالرد على صاحبه
وفي “فتاوى محمودية  “(26/67) بچوں پر  گناہ نہیں البتہ چوری کی مقدار کا ضمان انکے  مال میں لا زم ہوگا
وفي “كتاب النوازل” (12/631) مال حرام کو حتی الامکان اصل مالک تک پہنچانا ضروری ہے اس لے چوری کرنے والا شخص چوری کامال اگر مالک کو لوٹا دے تو انشاء اللہ اسکا ذمی بری ہو جائے گا یہ بتانا ضروری نہیں ہے یہ چوری شدہ مال ہے– انتهى ، والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

শেয়ার করুন !!
Scroll to Top