আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ: ও তার বই পড়া প্রসঙ্গে

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ: ও তার বই পড়া প্রসঙ্গে।
প্রশ্ন: মাননীয় মুফতী সাহেব হুজুর,খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ: তিনি ব্যক্তি হিসাবে কেমন ? এবং তিনার লিখিত বই পড়া যাবে কি না ? দয়া করে জানালে উপকৃত হব!
নিবেদক
সজীবুর রহমান
بسم الله الرحمن الرحيم،حامدا و مصليا و مسلما-
সমাধান: খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ব্যক্তি হিসেবে একজন ভাল মানুষ ছিলেন। তিনি দায়ী ছিলেন,উম্মতের দরদী একজন মানুষ ‍ছিলেন। তার জীবনীতে আমাদের জন্য অনুসরণীয় অনেক ‍দিক আছে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। তিনি সালাফী মনস্ক একজন আলেম ছিলেন। বাকী বাংলাদেশের অন্যান্য কট্টরপন্থী সালাফীদের মত তিনি ছিলেন না। ফুরুয়ী ইখতিলাফের ক্ষেত্রে আমাদের দেশের সালাফী আলেমগণ তার কর্মপন্থাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে। এ ক্ষেত্রে তিনি মধ্যপন্থা অবলম্বনের চেষ্টা করতেন। তবে তার দ্বারা যেমন বহু মানুষ উপকৃত হয়েছে অনুরূপ সুনির্দিষ্ট নীতিমালা ও মানহায অনুসরণ না করার কারণে তার দ্বারা প্রভাবিত হয়ে কিছু সাধারণ মানুষ ‍নিজে নিজে কোরআন-হাদীস যাচাই করে মতামত দেওয়া শুরু করেছে। আর অনভিজ্ঞ ব্যক্তিদের কোরআন ও হাদীস যাচাই করে মতামত ব্যক্ত করার মানসিকতা কতটা ভয়াবহ তা জ্ঞানী মাত্রই বুঝার কথা। মোটকথা তার মানসিকতা ও দৃষ্টিভঙ্গি মুখলিসানা হলেও কিছু কর্মপন্থা প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু তার মুখলিসানা কর্মকাণ্ডের জন্য আমরা তার জন্য মন খুলে দুআ করি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। বাকী তার লিখিত গ্রন্থাবলী যেমন:“ইহইয়াউস সুনান,ফিকহুল আকবার,হাদীসের নামে জালিয়াতি” প্রভৃতি রচনাবলীকে নিজে নিজে না পড়ে নিজেদের দ্বীনী ও ইলমী মুশীর তথা পরামর্শদাতার সাথে পরামর্শ করে বা একজন বিজ্ঞ কওমী আলেমের তত্বাবধানে থেকেই পড়া উচিত। কারণ তার বইয়ে সঠিক কথার সাথে সাথে কিছু মনগড়া ও দুর্বল কথাও তিনি একত্র করেছেন। যা সাধারণ পাঠকগণ বুঝতে সক্ষম হবেন না।

الاحالة الشرعية على المطلوب
قال الله تبارك وتعالى”وشاورهم في الأمرج فإذا عزمت فتوكل على الله ط ان الله يحب المتوكلين”[ العمران:159]
وقال الله تبارك وتعالى”والذين استجابوا لربهم واقاموا الصلوة وامرهم شورى بينهم ومم رزقنهم ينفقون”[ الشورى:38]
وأخرج الإمام ابن ماجة رح في “سننه”(3747) عن جابر رض قال قال رسول الله ﷺ”إذا استشار أحدكم اخاه فليشر عليه”.،انتهى والله أعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

শেয়ার করুন !!
Scroll to Top