আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

একসাথে তিন তালাক প্রসঙ্গে

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া, পোরশা, নওগাঁ।
বিষয়: একসাথে তিন তালাক প্রসঙ্গে।
প্রশ্ন: হযরত কোন ব্যক্তি তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিলে কি তিন তালাকই পতিত হবে কিনা? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পষ্ট হাদীস সহ জানতে পারলে উপকৃত হব। আপনার জন্য দোয়া থাকলো, আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুন।
নিবেদক
মুহা:হাসান মাহমুদ
بسم الله الرحمن الرحيم،حامدا و مصليا و مسلما-
সমাধান: হ্যাঁ, স্ত্রীকে একসাথে তিন তালাক দিলে তিন তালাকই কার্যকর হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক হাদীস দ্বারা স্পষ্ট  প্রমাণিত। নিম্নে কিছু হাদীস পেশ করা হলো,
১/ এক দীর্ঘ হাদীসে এসেছে, সাহল ইবনে সাদ সাঈদী রা. বলেন যে, উওয়াইমির আজলানী  রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসুলাল্লাহ, যদি আমি তাকে রাখি, লোকেরা বলবে আমি তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিলাম। এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করার পূর্বেই তিনি স্ত্রীকে  ঐ বৈঠকেই একসাথে তিন তালাক দিয়ে দিলেন। (বুখারী শরীফ হাদীস নং-৫২৫৯) অপর বর্ণনায় উক্ত ঘটনা সম্পর্কে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উওয়াইমির আজলানীর  তিন তালাক প্রদান করাটা কার্যকর রাখলেন। (আবু দাউদ শরীফ, হাদীস নং-২২৫০)
২/ হযরত ফাতেমা বিনতে কায়েস থেকে বর্ণিত, তিনি বলেন আমার স্বামী আমাকে একসাথে তিন তালাক প্রদান করেছিল। আমি তার বাড়ি থেকে অন্যত্র যাওয়ার ইচ্ছা করলাম ইদ্দত পালনের জন্য। অতঃপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, হুজুর সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন, তুমি তোমার চাচাতো ভাই ইবনে মাকতুমের বাড়িতে গিয়ে ইদ্দত পালন কর। (মুসলিম শরীফ, হাদীস নং-৩৫৭৫)
৩/ হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে (এক বৈঠকে)  তিন তালাক দিল, অতঃপর ঐ মহিলা অন্যজনকে বিবাহ করলে সেও তাকে তালাক দিয়ে দেয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করা হলো, সে কি প্রথম স্বামীর জন্য হালাল হবে? উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না- যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামী প্রথম জনের মত ওই মহিলার মধু আস্বাদন না করবে, ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর জন্য হালাল হবে না (বুখারী শরীফ- ২৬১)
৪/ হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রা.এর নিকট যখন এমন কোন ব্যক্তিকে আনা হতো যে তার স্ত্রীকে এক বৈঠকে তিনবার তালাক দিয়েছে। তিনি তাকে মারধর করতেন এবং তাদের পৃথক করে দিতেন। (মুছান্নাফে ইবনে আবী শাইবা,হাদীস নং-১৮০৮৯)
৫/ হযরত নাফে রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন ইবনে উমর রা. এর কাছে একসাথে তিন তালাক দিলে, তালাক পতিত হওয়া না হওয়া বিষয়ে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, যদি তুমি এক বা দুই তালাক দিয়ে থাকো তাহলে তুমি স্ত্রীকে অন্যত্র বিবাহ করা ছাড়াই ফিরিয়ে আনতে পারবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরকম অবস্থায় ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছিলেন। আর যদি তিন তালাক দিয়ে দাও তাহলে স্ত্রী হারাম হয়ে যাবে, সে তোমাকে ছাড়া অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পর্যন্ত। (বুখারী শরীফ, হাদীস নং-৫২৬৪)
৬/ হযরত ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যে তার স্ত্রীকে (একসাথে)  তিন তালাক দিল, পরে অন্য ব্যক্তি তাকে বিবাহ করলো। সে দরজা বন্ধ করে পর্দা ঝুলিয়ে দিল। এরপর তার সাথে সহবাস করার পূর্বে তাকে তালাক দিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বললেন, সে প্রথম স্বামীর জন্য হালাল হবে না যতক্ষণ না দ্বিতীয় স্বামী তার সাথে সহবাস করবে (সুনানে নাসায়ী, হাদীস নং-৩৪১৯)
৭/ মাহমুদ ইবনে লবিদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তির ব্যাপারে সংবাদ দেওয়া হল সে তার স্ত্রীকে একত্রে তিন তালাক দিয়েছে, এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে দাঁড়িয়ে বললেন, সে কি আল্লাহর কিতাব নিয়ে খেলা করছে অথচ আমি তোমাদের মাঝেই রয়েছি। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমি কি তাকে হত্যা করবো না? (সুনানে নাসায়ী, হাদীস নং-৩৪০৪) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগান্বিত হওয়াটা স্পষ্টভাবে তিন তালাক কার্যকর হয়ে যাওয়ার প্রমাণ বহন করে। সুতরাং এসব হাদীসগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে, একসাথে তিন তালাক দিলে তিন তালাকই কার্যকর হয়।

الاحالة الشرعية على المطلوب
اخرج الامام البخاري في”صحيحه برقم (٥٢٦١) عَنْ عَائِشَةَ أَنَّ رَجُلاً طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا فَتَزَوَّجَتْ فَطَلَّقَ فَسُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَتَحِلُّ لِلأَوَّلِ قَالَ لَا حَتَّى يَذُوقَ عُسَيْلَتَهَا كَمَا ذَاقَ الأَوَّلُ
وفي”مصنف ابن ابي شيبة برقم (١٨٠٨٩) عن أنس رضي الله عنه كان عمر رضي الله عنه اذا أتى برجل قد طلق امراته ثلاثا في مجلس اوجعه ضربا وفرق بينهما
اخرج الامام البخاري في صحيحه برقم(٥٢٥٩) عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ أَخْبَرَهُ أَنَّ عُوَيْمِرًا الْعَجْلَانِي…..قَالَ عُوَيْمِرُ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا فَطَلَّقَهَا ثَلَاثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللهِ صلى الله
وفي”سنن أبي داود برقم(٢٢٥٠) عن سهل بن سعد في هذا الحديث قال فطلقها ثلاث تطليقات عند رسول الله صلى الله عليه وسلم فانفذه رسول الله صلى الله عليه وسلم

**أخرج الإمام البخاري في”صحيحه برقم برقم (٥٢٦٤) وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي نَافِعُ قَالَ كَانَ ابْنُ عُمَرَ إِذَا سُئِلَ عَمَّنْ طَلَّقَ ثَلَاثًا قَالَ لَوْ طَلَّقْتَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَنِي بِهَذَا فَإِنْ طَلَّقْتَهَا ثَلَاثًا حَرُمَتْ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَكَ.
أخرج الإمام النسائي في”سننه برقم (۳۴۱۹)  عن ابن عمر رضي الله عنهما قال سئل النبي صلى الله عليه وسلم عن الرجل يطلق امراته ثلاثا فيتزوجها الرجل فيغلق الباب ويرخي الستر ثم يطلقها قبل ان يدخل بها قال لا تحل للاول حتى يجامعها الآخر
أخرج الإمام مسلم في”صحيححہ برقم(۳۵۷۵) عن فاطمة بنت قيس قالت طلقني زوجي ثلاثا فاردت النقلة فأتيت النبي صلى الله عليه وسلم فقال: “انتقلي إلى بيت ابن عمك عمرو بن أم مكتوم فاعتدي عنده
أخرج الإمام النسائي في”سننه برقم (۳۴۰۴) عن محمود بن لبيد قال اخبرنا رسول الله صلى الله عليه وسلم عن رجل طلق امراته ثلاث تطليقات جميعاً، فقام غضبان ثم قال: أيلعب بكتاب الله وأنا بين أظهركم؟ حتى قام رجل فقال: يا رسول الله ألا أقتله انتهي والله اعلم بالصواب

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

শেয়ার করুন !!
Scroll to Top