আল জামি'আতুল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা

ইউটিউব, ফেসবুক বা ব্লগ অ্যাডসের মাধ্যমে ইনকাম করার বিধান প্রসঙ্গে।

বরাবর,
ফতোয়া বিভাগ, আল-জামি‘আতুল আরাবিয়া দারুল হিদায়া,পোরশা,নওগাঁ।
বিষয়: ইউটিউব, ফেসবুক বা ব্লগ অ্যাডসের মাধ্যমে ইনকাম করার বিধান প্রসঙ্গে।
প্রশ্ন: ইউটিউব, ফেসবুক বা ব্লগ অ্যাডসের মাধ্যমে ইনকাম করা হালাল নাকি হারাম? ইউটিউব, ফেসবুক বা ব্লগ থেকে ইনকাম মূলত বিজ্ঞাপন ব্যবস্থার মাধ্যমে হয়। ধরুন, আপনার একটি প্রতিষ্ঠান আছে—হালাল হোক বা হারাম, আপনি সেই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে বা প্রচারণা চালাতে গুগল, ফেসবুক বা ইউটিউবের সাহায্য নিলেন। আপনি তাদের ১০০ টাকা দিলেন, যার মধ্যে ৫৫ টাকা তারা রেখে দিল এবং বাকি ৪৫ টাকা যাদের ভিডিও বা ব্লগ সাইটে বিজ্ঞাপনটি দেখানো হলো, তাদেরকে দিল।এখন যদি আমি ফেসবুক, ইউটিউব বা ব্লগ সাইটে একটি আর্টিকেল বা ভিডিও প্রকাশ করি এবং সেই মাধ্যমে বিজ্ঞাপন দেখানো হয়, তাহলে সেই বিজ্ঞাপন থেকে উপার্জিত অর্থ হালাল হবে নাকি হারাম?
আমার কন্টেন্টে কী ধরনের বিজ্ঞাপন আসবে, সেটা আমার নিয়ন্ত্রণে নেই। তাদের অ্যালগরিদম এবং বিজ্ঞাপন ব্যবস্থাপনা সম্পূর্ণ স্বয়ংক্রিয়। তবে আমাদের হাতে কিছু নিয়ন্ত্রণের সুযোগ থাকে, যেমন: ১৮+ কনটেন্ট, মদ, জুয়া, সুদভিত্তিক লোন ইত্যাদি নির্দিষ্ট কিছু ক্যাটাগরির বিজ্ঞাপন ব্লক করা যায়। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস ও ইউটিউব মনিটাইজেশন সেটিংস থেকে কিছু ফিল্টার প্রয়োগ করা সম্ভব। তবুও বিজ্ঞাপনদাতারা যদি চালাকি করে অন্যভাবে বিজ্ঞাপন দেখায়, সেটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমার কনটেন্টে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসতে পারে, যেমন: খাবার ও পানীয়, ইলেকট্রনিক্স (মোবাইল, ল্যাপটপ, টিভি),পোশাক ও ফ্যাশন, বিভিন্ন ব্র্যান্ডের শোরুম বা শপের বিজ্ঞাপন, সফটওয়্যার, মোবাইল অ্যাপ ও গেম, অনলাইন কোর্স ও শিক্ষা বিষয়ক বিজ্ঞাপন, ব্যবসা ও ই-কমার্স প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, বেটিং (জুয়া) অ্যাপ ও ওয়েবসাইট, মদ ও পানীয়, সুদভিত্তিক ব্যাংক ও লোন প্রদানকারী প্রতিষ্ঠান, অনৈতিক ডেটিং অ্যাপ ও ওয়েবসাইট, ক্যাসিনো ও গ্যাম্বলিং সম্পর্কিত বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের বিনোদনমূলক অ্যাপ ও ওয়েবসাইট, বিজ্ঞাপনে নারী ও পুরুষ বিভিন্ন পোশাকে উপস্থিত হতে পারে।
এই পরিস্থিতিতে, ইউটিউব, ফেসবুক বা অ্যাডস থেকে আয় করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হালাল হবে নাকি হারাম?
নিবেদক
মুহা.আরিফুল ইসলাম
সাদেরডাঙ্গা, পোরশা।
بسم الله الرحمن الرحيم،حامدا ومصليا ومسلما-
সমাধান: প্রশ্নোক্ত বিবরণ যদি সঠিক হয়ে থাকে তাহলে ইউটিউব, ফেসবুক, বা ব্লগ অ্যাডসের মাধ্যমে ইনকাম করা বৈধ হবে না। কেননা এক্ষেত্রে শরীয়ত পরিপন্থী অনেক নাজায়েয কাজের সমন্নয় ঘটে, যা থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভব।

الاحالة الشرعية على المطلوب-
وتعاونوا علي البر و التقوي و لا تعاونوا الاثم و العدوان  سورة المائده -2
في ” احكام القران للجصاص” (2\429) قوله تعالي (تعاونوا علي البر و التقوي ) يقتضي ظاهره ايجابه التعاون علي كل ما كان طاعة الله تعالي لأن البر هو طاعات الله و قوله تعالي (لاتعاون علي الاثم و العدون) نهي عن معاونة غيرنا علي معاصي الله تعالي
في ” الموسوعة الفقهية” (1\290) الإجارة علي المعاصي و الطاعات . (108) الإجارة علي المنافع المحرمة كالزاني و النوح و الغناء و الملاهي محرمة و عندها باطل لا يستحق به اجرة ولا يجوز استئجار كاتب ليكتب له غناء ونوحا لأنه انتفاع بمحرمة و قال ابو حنيفة رح يجوز
في “نتائج الافكار” (10\14) ودلت المسألة علي أن الملاهي كلها حرام حتي التغني بضرب القصيب
في ” الدر المختار” (4\349سعيد) قلت وفي البزازية : استماع صوت الملاهي كضرب قصب و نحوه حرام لقوله ﷺ (استماع الملاهي معصية و الجلوس عليها فسق و التلذذ بها كفر) اى النعمة فصرف الجوارح الي غيره ما خلق لاجله كفر بالنعمة لا شكر فالواجب كل الواجب أن يجتنب كي لا يسمع لما روي أنه ﷺ أدخلاصبعه في اذنه عند سماعه و اشعار العرب لو فيها ذكر الفسق تكره او لتغليظ الذنب كما في الاختيار او الاستحلال كما في النهاية—انتهى، والله أعلم بالصواب

 

ফতোয়া প্রদান করেছেনঃ
মুফতি আব্দুল আলিম সাহেব (দা.বা.)
নায়েবে মুফতী-ফতোয়া বিভাগ
আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ-পোরশা, নওগাঁ ।

Scroll to Top