💌আপনাদের প্রাণপ্রিয় দীনি প্রতিষ্ঠান আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়া পোরশা, ‘উন্নয়ন বিভাগ’- এর সদস্য তৈরির কার্যক্রম আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ।
✅সুতরাং আপনি, আপনার পরিবার ও বন্ধু-বান্ধব যে কাউকে এই বিভাগের-সদস্য বানানোর মাধ্যমে সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দীনি কাজে সম্পৃক্ত হয়ে দুনিয়া ও আখিরাতের কামিয়াবী অর্জন করার সুযোগ রয়েছে।
💌একই ব্যক্তি একাধিক অংশের সদস্য হতে পারবে ও একাধিক কিস্তিতেও টাকা পরিশোধ করা যাবে। ইনশাআল্লাহ
🎗️সদস্য হওয়ার জন্য নক দিতে পারেন জামেয়ার অফিসিয়াল লিংকে
https://docs.google.com/forms/d/11kbDFHCOlKR4P5UJJKhgoBfCWaYVdflseUdD_1mFLiY/edit
🎗️অথবা বিকাশ 01767 65 98 37 এই নম্বরে যোগাযোগ করুন।
আল জামিয়া আল আরবিয়া দারুল হিদায়া, পোরশা -এর সাথে থাকার জন্যে ধন্যবাদ।
জাজাকুমুল্লাহ খায়রান।
